খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ইব্রাহীম খলিল (৩৪) নামে এক যুবক চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে ঘরের দরজা না খোলায় তার পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। সাড়া না পেয়ে দরজার নিচ দিয়ে দেখার চেষ্টা করলে ঝুলন্ত পা দেখতে পাওয়া যায়। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইব্রাহীমের মরদেহ দেখতে পান।
খবর পেয়ে লক্ষ্মীছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার রাতেই তার দাফন সম্পন্ন হয়।
মারা যাওয়া ইব্রাহীমের পারিবার সূত্রে জানা যায়, প্রথম স্ত্রীর একটি মামলায় জেল খেটে জামিনে বের হয়ে দ্বিতীয় স্ত্রীর কাছে গেলে সেখান থেকেও বিতাড়িত হন তিনি। পরে ইব্রাহীম মা-বাবার আশ্রয়ে লক্ষ্মীছড়িতে ফিরে আসেন। তার ৬ বছর বয়সি এক ছেলে ও ১১ বছর বয়সি এক মেয়ে রয়েছে। মৃত্যুর আগে তিনি জীবনের কিছু ঘটনার বিবরণ দিয়ে একটি চিরকুট লিখে যান, যা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
ইব্রাহীমের বাবা মো. সামশুল ইসলাম বলেন, ‘জেল থেকে ফিরে আসার পর থেকেই ছেলের আচরণ কিছুটা অস্বাভাবিক হয়ে যায়। অনেক বোঝানোর চেষ্টা করেছি, প্রতিবেশীরাও পাশে ছিল। কিন্তু শেষরক্ষা হলো না। রাতে ঘুমাতে গিয়ে আর ফেরেনি।’ উৎস: সময়নিউজটিভি।