শিরোনাম
◈ দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন কার্যকরে প্রস্তুত সরকার, সহকারী শিক্ষকরা চায় ১১তম গ্রেড ◈ বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ◈ কী ঘটেছিল? কেন নিষেধাজ্ঞায় পড়তেই হলো লিওনেল মেসি ও জর্দি আলবাকে? ◈ ঢাকার আকাশে সামরিক বিমান, শহরে ঘাঁটি ও বিমানবন্দর থাকার ঝুঁকি কী? ◈ বিমানবন্দর থেকে ১২৩ বাংলাদেশিসহ ১৯৮ বিদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলি গোয়েন্দাদের জন্য বাধ্যতামূলক করা হচ্ছে ইসলাম শিক্ষা ◈ সামাজিক মাধ্যমে ভিডিও ভাইরাল বেপরোয়া সেই অটোরিকশার চালক মুচলেকা দিয়ে ছাড়া পেয়েছেন ◈ কুড়িগ্রামে নৌকা বানিয়ে ঝোলানোর দায়ে, আওয়ামী লীগ কর্মী গ্রেফতার ◈ মহানবী (সা.)-এর যে ৯টি অভ্যাস সুস্থ জীবন যাপনে অত্যন্ত উপকারী ছিল ◈ চট্টগ্রামে তিনটি আইকনিক ভবন করবে এনবিআর

প্রকাশিত : ২৫ জুলাই, ২০২৫, ০৩:১৪ রাত
আপডেট : ২৬ জুলাই, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৯ জুলাই বাংলাদেশকে চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের

বাসস।। যুক্তরাষ্ট্রের প্রধান বাণিজ্য আলোচনাকারী সংস্থা ইউনাইটেড স্টেটস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (ইউএসটিআর) বাংলাদেশকে আগামী ২৯ জুলাই চূড়ান্ত শুল্ক আলোচনায় বসার আমন্ত্রণ জানিয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

সচিব জানান, বাংলাদেশ ইতোমধ্যে ২২ জুলাই ইউএসটিআর-এর কাছে নিজের অবস্থানপত্র পাঠিয়েছে এবং ২৬ জুলাই আলোচনার প্রস্তাব দিয়েছিল। তবে ইউএসটিআর ২৯ জুলাই দিন নির্ধারণ করেছে। আলোচনা হবে ওয়াশিংটন ডিসিতে ইউএসটিআরের দপ্তরে।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। প্রতিনিধি দল ২৭ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দেবে, যদি আলোচনা সরাসরি হয়। তবে ভার্চুয়ালি আলোচনার সম্ভাবনাও রয়েছে।

এই চূড়ান্ত আলোচনায় বেসরকারি খাতের কয়েকজন রপ্তানিকারকও দলের সঙ্গে থাকতে পারেন, তবে তারা কেবল পর্যবেক্ষকের ভূমিকায় থাকবেন-সরকারি আলোচনায় অংশ নেবেন না বলে জানিয়েছেন সচিব।

তিনি আরও বলেন, ট্রাম্প প্রশাসন বাংলাদেশের জন্য ৩৫ শতাংশ বিদ্যমান শুল্ক হার কমাতে পারে, এমন আশাবাদ রয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে জাপানকে ১৫ শতাংশ, ইন্দোনেশিয়াকে ১৯ শতাংশ, ভিয়েতনামকে ২০ শতাংশ এবং ফিলিপাইনকে ১৯ শতাংশ হারে শুল্ক সুবিধা দিয়েছে। তাই বাংলাদেশও উল্লেখযোগ্য শুল্ক ছাড় পেতে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রকে তুলা, গম, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), বিমান এবং অন্যান্য কৃষিপণ্য শুল্কমুক্ত আমদানির প্রস্তাব দিয়েছে। এর অংশ হিসেবে ২০ জুলাই যুক্তরাষ্ট্রের গম সরবরাহকারীদের সঙ্গে ৭ লাখ টন গম আমদানির চুক্তিও সম্পন্ন করেছে বাংলাদেশ।

সচিব বলেন, ‘ইউএসটিআর-এর সঙ্গে আলোচনা এখন পর্যন্ত অত্যন্ত ইতিবাচকভাবে এগিয়েছে। আশা করছি, এ দফার আলোচনার মাধ্যমে আমাদের জন্য বাস্তবসম্মত এবং লাভজনক সিদ্ধান্ত আসবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়