শিরোনাম
◈ সরকারি চাকরির সংশোধিত অধ্যাদেশের গেজেট প্রকাশ ◈ স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া ◈ এক লাখ ৪০ হাজার টন সার আমদানি করছে সরকার ◈ তিন শিক্ষার্থী ও দুই জন অভিভাবক এখনো নিখোঁজ, বলছে স্কুল কর্তৃপক্ষ ◈ বাংলাদেশ ব্যাংকে শালীন ও পেশাদার পোশাকের নির্দেশনা, নারী-পুরুষ কর্মীদের জন্য স্পষ্ট বিধি ◈ আগামী বছরের প্রথমার্ধেই নির্বাচন হতে হবে: জামায়াত আমির (ভিডিও) ◈ যেতে বসেছে ঐতিহ্যবাহী গরুর গাড়ি ◈ আই‌সি‌সির টি-‌টো‌য়ে‌ন্টি বো‌লিং র‍্যাঙ্কিংয়ে সেরা দশে মোস্তাফিজ ◈ ঢাকায় পি‌সি‌বির সভাপ‌তি, ভারত ও শ্রীলঙ্কা ছাড়াই বৃহস্প‌তিবার  শুরু হ‌চ্ছে এসিসির সভা ◈ মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত ২২ মরদেহ হস্তান্তর

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ০৮:৫২ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

চতুর্থ টেস্ট--  টস জিত‌লো ইংল‌্যান্ড ব‌্যা‌টিং‌য়ে ভারত, অভিষেক অংশুলের 

স্পোর্টস ডেস্ক : বৃষ্টির সম্ভাবনা, মেঘলা আবহাওয়া। ইংরেজ অধিনায়ক বেন স্টোকস টস জিতে তাই শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি। ইংল্যান্ড টেস্ট শুরুর দু’‌দিন আগেই জানিয়ে দিয়েছিল প্রথম একাদশ। চোটের জন্য ছিটকে গিয়েছেন শোয়েব বশির। সেই জায়গায় এসেছেন বাঁহাতি স্পিনার লিয়াম ডসন। বাকি দল অপরিবর্তিত। 

তবে ভারতীয় দলে কিন্তু হল একাধিক বদল। এই সম্ভাবনা ছিল। টেস্ট অভিষেক হল অংশুল কম্বোজের। বাদ পড়েছেন করুণ নায়ার। প্রথম টেস্টের পর ফের প্রথম একাদশে ফিরলেন সাই সুদর্শন। দলে এসেছেন পেসার অলরাউন্ডার শার্দূল ঠাকুরও। ফর্মে না থাকায় বাদ গেলেন করুণ নায়ার। এলেন সাই সুদর্শন। চোটের জন্য নেই আকাশ দীপ ও নীতীশ কুমার রেড্ডি। তাঁদের জায়গায় এলেন অংশুল কম্বোজ ও শার্দূল ঠাকুর।

উইকেটের কথা ভেবে ম্যাঞ্চেস্টারে চার পেসারে গেল ভারত। দুই স্পিনার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর। 

এদিকে অধিনায়ক শুভমন গিল টানা চারটি টেস্টেই টস হারলেন। সিরিজে ভারত পিছিয়ে ১–২ ব্যবধানে। টস জেতায় একটা বাড়তি সুযোগ কিন্তু পেয়ে গেল ইংল্যান্ড। সবটাই নির্ভর করছে ভারতীয় ব্যাটাররা কেমন ব্যাট করে তার উপর। তবে স্বস্তির জায়গা খেলছেন জসপ্রীত বুমরা। 

এদিকে, ম্যাঞ্চেস্টার টেস্টে রয়েছে বৃষ্টির আশঙ্কা। আকুওয়েদারের রিপোর্ট বলছে, ম্যাচের পাঁচ দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে শুরু হয়ে গেল টেস্ট। 

আকুওয়েদারের রিপোর্ট বলছে, ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনই ভালরকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আশঙ্কা রয়েছে গোটা দিনের ম্যাচ ভেস্তে যাওয়ার।

আকুওয়েদারের রিপোর্ট বলছে, বুধবার ১৯ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাঞ্চেস্টারে। আর সময় যত গড়াবে বৃষ্টির পরিমাণও নাকি ততই বাড়বে। দুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকছে ৬৫ শতাংশ। সারা দিনে ১.‌২ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ম্যাঞ্চেস্টারে।

ভারতের প্রথম একাদশে রয়েছেন:‌ যশস্বী জয়েসওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, শুভমন গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দূল ঠাকুর, অংশুল কম্বোজ, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়