শিরোনাম
◈ বার্ন ইনস্টিটিউটে ভর্তি ৪৪ জনের ৮ জন আশঙ্কাজনক, সিঙ্গাপুরের বিশেষজ্ঞদের সহায়তায় চিকিৎসা ◈ ড.ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ আরও ১৩টি দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ◈ এইচএসসি পরীক্ষা স্থগিত ও নিজের পদত্যাগ বিষয়ে যা বললেন শিক্ষা উপদেষ্টা ◈ নির্বাচনের পথে সরকার এগোচ্ছে, তবে অনভিজ্ঞতা ও ইগো বড় বাধা — মির্জা ফখরুল ◈ ছোট্ট ফুলগুলোকে নিয়ে খেলবেন না”—মর্মস্পর্শী আহ্বান মাইলস্টোনের শিক্ষিকার ◈ মাইলস্টোনে চালু হচ্ছে নিয়ন্ত্রণ কক্ষ, প্রতিদিন জানানো হবে আহত ও মৃতের সংখ্যা: প্রেস সচিব ◈ মাইলস্টোনে বিমান বি'ধ্বস্তের সিসিটিভির দৃশ্য (ভিডিও) ◈ চাঁদা না দেয়ায় খুলে নেয়া হলো হাসপাতালের মালামাল! (ভিডিও) ◈ বড় সমাবেশ থেকে জামায়াতের কী বার্তা দিল?

প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫, ১০:০৪ দুপুর
আপডেট : ২৩ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

লিও‌নেল মেসি কি সর্বকালের সেরা ফ্রি কিক টেকার

স্পোর্টস ডেস্ক : রেকর্ডের জন্ম হয় ভাঙ্গার জন্যই। প্রতিনিয়ত নিত্য নতুন রেকড তৈরি হচ্ছে ফুটবল বিশ্বে। সেটা আবার ভেঙ্গে যাচ্ছে নিমিষেই। তবে এমন কিছু রেকর্ড তৈরি করে যাচ্ছেন লিওনেল মেসি, সেটা আদতে কারও পক্ষে ভাঙা সম্ভব হবে কি না, তা নিয়ে আছে যথেষ্ট সংশয়।
 
স্বীকৃত ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক এখন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ছুটছেন এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে। তবে এরই মধ্যে তার একটা অনন্য রেকর্ড হাতছাড়া হয়েছে লিওনেল মেসির কাছে। -- সময়‌নিউজ
 
রোনালদোর মোট গোলসংখ্যা ৯৩৮। যার মধ্যে ফিল্ড গোল্ড ৭৬৩। বাকি ১৭৫টি গোল তিনি করেছেন পেনাল্টি থেকে। এইখানেই সিআরসেভেনকে পেছনে ফেলেছেন লিও। রোনালদোর চেয়ে মেসির গোল সংখ্যা কম ৬৪টি। তবে ফিল্ড গোলে তিনি রোনালদোর তুলনায় এগিয়ে। 

মেসির ৮৭৪ গোলের মধ্যে ১১০টি এসেছে পেনাল্টি থেকে, বাকি ৭৬৪টি সর্বকালের সেরা ফুটবলারের ফিল্ড গোল।

এদিকে, লিওনেল মেসির ফ্রি কিক গোল নিয়েও শুরু হয়েছে আলোচনা। সেট পিস থেকে যেসব দৃষ্টিনন্দন গোল উপহার দেন লিও, তাতে অনেকেই বলে থাকেন সর্বকালের সেরা ফ্রি কিক টেকার তিনি। কিন্তু এখান থেকে গোল স্কোরিং-এ এখন বেশ পিছিয়ে লিওনেল মেসি।
 
ফ্রি কিক থেকে মেসির গোল সংখ্যা এখন ৬৯টি। যে তালিকায় সবার উপরে অবস্থান করছেন ব্রাজিলের মার্সেলেনিও ক্যারিওকা। তার দখলে আছে ৭৮টি গোল। তার চেয়ে তিন গোল কম নিয়ে তালিকার দুই নম্বরে আছেন আরেক ব্রাজিলিয়ান রবার্তো দিনামিতে। আরেক ব্রাজিলিয়ান কিংবদন্তি জুনিনহোর ফ্রি কিক গোল সংখ্যা ৭২।
 
এদিকে মেজর লিগ সকারে দুর্দান্ত ফর্মে আছেন লিওনেল মেসি। শেষ পাঁচ ম্যাচে তার পা থেকে এসছে ৮ গোল। এক সপ্তাহে তিনটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন তিনি। তাই ইন্টার মায়ামি কর্তৃপক্ষ চাচ্ছে লিওকে বিশ্রামে রাখেতে।

চাইলেই তা পারছে না হেরন্স। কারণ বৃহষ্পতিবার এমএলএস অলস্টারের হয়ে মাঠে নামার কথা রয়েছে মেসির। যদিও লিগা ম্যাক্স অলস্টারের বিপক্ষে এই ম্যাচে লিও খেলবেন না বলেই জানিয়েছিলেন হাভিয়ের মাশ্চেরানো। কিন্তু শেষ পর্যন্ত মেসি এমএলএস'র অ্যানুয়াল এই ম্যাচে খেলবেন বলেই সম্মতি দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়