শিরোনাম
◈ নারী ফুটবল দল রাত দেড়টায় ঢাকায় ফির‌বে, বাফু‌ফে সংবর্ধনা দে‌বে রাত আড়াইটায়   ◈ নিউইয়র্কে জোহরান মামদানির জয়: কেন ক্ষুব্ধ মোদি সমর্থকেরা? আল–জাজিরার প্রতিবেদন ◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫, ০৯:৩৬ রাত
আপডেট : ০৬ জুলাই, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা

স্পোর্টস ডেস্ক : মেয়েদের এশিয়ান কাপের মূলপর্ব আগেই নিশ্চিত হওয়ায় তুর্কমেনিস্তানের বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচটি ছিল কেবল বাংলাদেশের নিয়মরক্ষার। কিন্তু সেই ম্যাচেও প্রতিপক্ষকে নিয়ে স্রেফ ছেলেখেলা করেছে ঋতুপর্ণা-শামসুন্নাহাররা। প্রতিপক্ষকে গুঁড়িয়ে অপরাজিত থেকেই মূলপর্বে খেলতে যাচ্ছে পিটার বাটলারের দল। অলআউট স্পোর্টস

শনিবার ( ৫ জুলাই ) ইয়াঙ্গুনে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ। সবকটি গোলই এসেছে ম্যাচের প্রথমার্ধে, যার ছয়টি হয় প্রথম ২১ মিনিটের ভেতর।

দুটি করে গোল করেছেন ঋতুপর্ণা চাকমা ও শামসুন্নাহার জুনিয়র। এছাড়াও জালের দেখা পান স্বপ্না রাণী, মনিকা চাকমা ও তহুরা খাতুন।

ম্যাচের চতুর্থ মিনিটে বাংলাদেশের গোলউৎসবের শুরুটা করেন স্বপ্না। বক্সের ভেতর থেকে তহুরা খাতুনের ঠেলে দেওয়া বল বক্সের বাইরে থেকে জোরাল শটে জালে জড়ান এই মিডফিল্ডার। মিনিট দুয়েক পর ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার। ১৩তম মিনিটে শামসুন্নাহার সিনিয়রের ক্রস থেকে নিজের দ্বিতীয় গোল করেন এই ডিফেন্ডার। দুই মিনিট পর ব্যবধান ৪-০ করেন মনিকা।

১৭তম মিনিটে প্রথমবারের মতো স্কোরশিটে নাম তোলেন ঋতুপর্ণা। বক্সের বাইরে থেকে এই স্ট্রাইকারের নেওয়া সোজাসুজি শট গোলকিপারের হাতে লেগে জালে জড়ায়। মিনিট চারেক পর ঋতুপর্ণার ক্রস থেকে ফাঁকা জালে বল জড়ান তহুরা। ৪০তম মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ এক শটে নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোলটি করেন ঋতুপর্ণা।

বিরতির পর গোলের জন্য প্রতিপক্ষ রক্ষণভাগকে চাপের মধ্যে রাখে বাটলারের শিষ্যরা। কিন্তু বদলি গোলরক্ষকের দৃঢ়তায় আর গোল হজম করেনি তুর্কমেনিস্তান।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকেও ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচে স্বাগতিক মায়ানমারকে ২-১ গোলে হারিয়ে এশিয়ান কাপের মূলপর্বে এক পা দিয়ে রাখে তারা। বাহরাইন-তুর্কমেনিস্তানের পরের ম্যাচটি ড্র হওয়ায় নিশ্চিত হয় মূলপর্বের টিকিট। এবার তুর্কমেনিস্তানকে গুঁড়িয়ে তিন ম্যাচের সবকটিতে জিতে অপরাজিত থেকে বাছাইপর্ব শেষ করল ঋতুপর্ণা-আফঈদারা।

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় বসবে ১২ দলের এশিয়ান কাপের আসর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়