স্পোর্টস ডেস্ক : অতীতের সব নেতিবাচকতা দূরে রেখে আগামী আসর থেকে নতুন কিছুর স্বপ্ন দেখাচ্ছে বিসিবি। ইতোমধ্যে টুর্নামেন্ট শুরুর সময়ও ঠিক করে ফেলেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এবার জানা গেলো কবে নাগাদ হতে পারে প্লেয়ার্স ড্রাফট। - ডেইলি ক্রিকেট
বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য মাহবুব আনাম জানিয়েছেন অক্টোবরে হতে পারে প্লেয়ার্স ড্রাফট। টুর্নামেন্ট মাঠে গড়াবে ডিসেম্বর-জানুয়ারিতে।
মিরপুরে সংবাদ মাধ্যমকে মাহবুব আনাম বলেন, 'ড্রাফট অক্টোবরের আগে হবে না। আমরা যদি দেখি আগস্টের মধ্যে স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়োগ দেওয়া, সেপ্টেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করা যায় তাহলে অক্টোবরের ড্রাফট করা যাবে।
পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের সাথে চুক্তি শেষ হয়েছে গত আসরেই। এবার সবকিছু নতুন করে শুরু হচ্ছে জানালেন মাহবুব আনাম।
বিসিবির এই পরিচালক বলেন, 'আপনারা জানেন ১১তম আসর দিয়ে সব ধরণের চুক্তি শেষ হয়েছে। বিসিবি এখন কারও সাথে চুক্তিবদ্ধ নয়, প্রোডাকশন থেকে শুরু করে স্পন্সরশিপ, ফ্র্যাঞ্চাইজি কারও সাথেই নয়। সুতরাং আমরা এখন একদম গোড়া থেকে শুরু করবো।'
এদিকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের সাথে এবার বিপিএলে নতুন ভেন্যু যোগ করার ইচ্ছে বিসিবির। সে ক্ষেত্রে বিবেচনায় আসবে বগুড়া, খুলনা, বরিশাল। পাশাপাশি নির্ধারিত লক্ষ্য পূরণ করলে বিবেচনায় আসতে পারে রাজশাহীও।
মাহবুব আনাম যেমনটা বলছিলেন, 'বগুড়া যদি ধরেন আন্তর্জাতিক খেলা হয়েছে, খুলনায় আন্তর্জাতিক খেলা হয়েছে। বরিশাল যদি এর মধ্যে শেষ হয়, বরিশালের মাঠের ডিজাইন প্রক্রিয়ায় সকল স্থাপনা আছে। কিন্তু এটা যদি শেষ হয় আরকি, মাঠের কাজ চলছে। যদি এই তিনটা মাঠ সর্বোচ্চ কোয়ালিফাই করে তখন হিসাব আসবে কয়টা ভেন্যুইতে বিপিএল হবে।'
'রাজশাহী এই মুহূর্তে আন্তর্জাতিক ম্যাচ করার মতো অবস্থা নেই। তবে এনএসসি (ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল) মাঠ ঠিক করার সময় আমরা সহযোগীতা করছি। কী কী জিনিস থাকলে ম্যাচ আয়োজন করা যাবে তা জানিয়েছি। তো রাজশাহী সম্পর্কে আমরা জ্ঞাত আছি, রাজশাহী যদি এটা সময় মতো পূরণ করতে পারে তাহলে তারাও বিবেচনায় আসবে।