শিরোনাম
◈ রাষ্ট্রপতির ক্ষমা ও বিচার বিভাগের বিকেন্দ্রীকরণে রাজনৈতিক ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ ◈ পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষ চালিয়ে দুই আসামিকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা ◈ বাংলা‌দেশ নারী দ‌লের সামনে ফুটবল বিশ্বকাপ খেলার হাতছানি ◈ ‌লিভারপু‌লের পর্তুগিজ ফুটবলার জোতা সড়ক দুর্ঘটনায় মারা গে‌ছেন ◈ অ‌স্ট্রেলিার বিগব‌্যাশ ডিসেম্বরে শুরু, খেল‌তে পা‌রেন বাংলা‌দে‌শের রিশাদ হো‌সেন  ◈ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইনের আওতায় আনার পক্ষে রাজনৈতিক দলগুলো ◈ দুদকের অনুসন্ধানের জালে এনবিআরের আরও ৫ কর্মকর্তা ◈ গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা: সেনাসদর (ভিডিও) ◈ ইতালির নাগরিক তাবেলা হত্যা : ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ০২:৩৯ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিম তীর দখলের ঘোষণায় ইসরায়েলি হুমকি প্রত্যাখ্যান করে সৌদি আরবের কড়া প্রতিবাদ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের ওপর পূর্ণ সার্বভৌমত্ব আরোপের বিষয়ে এক ইসরায়েলি মন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব। বুধবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, তারা "এই ধরণের উসকানিমূলক বক্তব্যের কঠোর নিন্দা ও প্রতিবাদ" জানাচ্ছে। মন্ত্রণালয় বলেছে, এ ধরনের ঘোষণা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবসমূহের সরাসরি লঙ্ঘন।

মন্ত্রণালয় আরও জানায়, ফিলিস্তিনি ভূমিতে নতুন করে বসতি স্থাপন বা সম্প্রসারণের যেকোনো প্রচেষ্টার ঘোর বিরোধী সৌদি আরব। একইসঙ্গে আন্তর্জাতিক প্রস্তাবনা ও আইন মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি নিজেদের আহ্বান পুনর্ব্যক্ত করে দেশটি।

 সম্প্রতি ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন মন্তব্য করেন, ‘পশ্চিম তীরজুড়ে সার্বভৌমত্ব প্রয়োগ করার সময় এসেছে।’ তার এই উস্কানিমূলক বক্তব্যের পরই সৌদি আরব এই কঠোর প্রতিক্রিয়া জানাল।

প্রসঙ্গত, ইসরায়েল ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে নেয়। এরপর থেকে তারা আন্তর্জাতিক আইন উপেক্ষা করে অধিকৃত এই অঞ্চলজুড়ে কয়েক ডজন ইহুদি বসতি স্থাপন করেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায় অবৈধ বলে মনে করে।

বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার পুনরুদ্ধার এবং ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় তাদের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে। সূত্র : আরব নিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়