শিরোনাম
◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন ◈ বাংলাদেশ সরকারের সংস্কার কাজে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ◈ গ্রেফতার আতঙ্কে পুরুষশূন্য কড়ইবাড়ী গ্রাম, গণপিটুনির সময় দুই জনপ্রতিনিধির উপস্থিতির অভিযোগ

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

অ‌স্ট্রেলিার বিগব‌্যাশ ডিসেম্বরে শুরু, খেল‌তে পা‌রেন বাংলা‌দে‌শের রিশাদ হো‌সেন 

স্পোর্টস ডেস্ক : রিশাদ হোসেন অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে (বিপিএল) গত আসরে ডাক পেয়েও খেলতে পারেননি। সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই লিগে খেলার সুযোগ ছিল টাইগার লেগ স্পিনারের সামনে। কিন্তু এনওসি না পাওয়ায় রিশাদের খেলা হয়নি।

তবে আবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্স রিশাদকে দলে ভিড়িয়েছে। ইতোমধ্যে ১৫তম আসরের সূচি ঘোষণা করা হয়েছে। চলতি বছরের ১৪ ডিসেম্বর শুরু হবে বিবিএল। ২৫ জানুয়ারী মাঠে গড়াবে ফাইনাল। ১৫ ডিসেম্বর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রিশাদের দল হোবার্ট।

বিগ ব্যাশের প্রতিটি দল খেলবে দশটি করে ম্যাচ। ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে প্রথম রাউন্ডের ম্যাচ। এরপর ২০ জানুয়ারি কোয়ালিফায়ার, ২১ জানুয়ারি নকআউট ও ২৩ জানুয়ারি চ্যালেঞ্জার ম্যাচ অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি ফাইনাল দিয়ে পর্দা নামবে বিগ ব্যাশের পঞ্চদশ আসরের। রিশাদের হোবার্ট হারিকেন্স ম্যাচ খেলবে যথাক্রমে ১৬, ১৮, ২১, ২৬ ও ২৯ ডিসেম্বর এবং ১, ৩, ৯, ১১ ও ১৪ জানুয়ারি।

তবে রিশাদের এবারও বিগ ব্যাশে খেলা হবে কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। কারণ ডিসেম্বর-জানুয়ারিতে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে বিপিএলের সূচি এখনো প্রকাশিত হয়নি। ডিসেম্বরের শেষ সপ্তাহে বিপিএল শুরু হলে বিগ ব্যাশে শুরুর দিকে কিছু ম্যাচ খেলতে পারেন রিশাদ। তবে সব কিছু নির্ভর করছে বিপিএল কখন শুরু হয় তার ওপর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়