শিরোনাম
◈ রাষ্ট্রপতির ক্ষমা ও বিচার বিভাগের বিকেন্দ্রীকরণে রাজনৈতিক ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ ◈ পাটগ্রাম থানায় হামলা, ভাঙচুর ও সংঘর্ষ চালিয়ে দুই আসামিকে ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা ◈ বাংলা‌দেশ নারী দ‌লের সামনে ফুটবল বিশ্বকাপ খেলার হাতছানি ◈ ‌লিভারপু‌লের পর্তুগিজ ফুটবলার জোতা সড়ক দুর্ঘটনায় মারা গে‌ছেন ◈ অ‌স্ট্রেলিার বিগব‌্যাশ ডিসেম্বরে শুরু, খেল‌তে পা‌রেন বাংলা‌দে‌শের রিশাদ হো‌সেন  ◈ রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা আইনের আওতায় আনার পক্ষে রাজনৈতিক দলগুলো ◈ দুদকের অনুসন্ধানের জালে এনবিআরের আরও ৫ কর্মকর্তা ◈ গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা: সেনাসদর (ভিডিও) ◈ ইতালির নাগরিক তাবেলা হত্যা : ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ◈ পরিবর্তন অনিবার্য, আর কাউকে ক্ষমা করা হবে না: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ০৪:৩৫ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন যুগে পা রাখছে যুক্তরাষ্ট্র-ভারত সামরিক সম্পর্ক, ১০ বছর মেয়াদি চুক্তি আসন্ন

ভারত ও যুক্তরাষ্ট্র চলতি বছর ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি সাক্ষাতে এই চুক্তি স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের এক মুখপাত্র।

গত মঙ্গলবার (০১ জুলাই) হেগসেথ ও রাজনাথ সিং টেলিফোনে কথা বলেন। ওই কথোপকথনের সময় এই সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল ক্রিস ডেভাইন। ওই দিনই হেগসেথ ওয়াশিংটনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেন।

কর্নেল ডেভাইন বলেন, ‘মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে কথা বলেন। দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা অংশীদার হিসেবে ভারতের গুরুত্বের কথা তিনি তুলে ধরেন। দুই নেতা ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষিত যৌথ বিবৃতির আলোকে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তা পর্যালোচনা করেন।’

মার্কিন প্রতিরক্ষা মুখপাত্র আরও বলেন, ‘আলোচনায় উল্লেখযোগ্য কয়েকটি মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম ভারতের কাছে বিক্রির বিষয় এবং দুই দেশের মধ্যে প্রতিরক্ষা শিল্পে ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।’

তিনি আরও বলেন, ‘দুই মন্ত্রী চলতি বছর আবার দেখা হলে পরবর্তী ১০ বছরের জন্য যুক্তরাষ্ট্র-ভারত প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষরের ব্যাপারে সম্মত হয়েছেন।’ তবে কবে এই বৈঠক হবে, তার কোনো নির্দিষ্ট সময় এখনো ঠিক হয়নি।

হেগসেথ ও জয়শঙ্করের সাক্ষাতের বিষয়ে ডেভাইন জানান, দুই পক্ষই প্রতিরক্ষা সহযোগিতা ও ২০২৫ সালের ফেব্রুয়ারির যৌথ বিবৃতির আলোকে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, ‘এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আগ্রাসনের ঝুঁকি নিয়ে দুই দেশেরই উদ্বেগ রয়েছে। এ নিয়ে তারা কথা বলেছেন।’

তিনি বলেন, ‘বড় ধরনের কয়েকটি প্রতিরক্ষা সরঞ্জাম বিক্রির বিষয়ে, নতুন ১০ বছরের প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষর, উন্নত প্রযুক্তিনীতির অগ্রগতি—এসব নিয়েও আলোচনা হয়। পাশাপাশি উভয় দেশ ইন্ডাস-এক্স সামিট নামের দ্বিপক্ষীয় প্রতিরক্ষা প্রযুক্তি সম্মেলন এবং স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থার শিল্প জোট এএসআইএ চালুর বিষয়টিও স্বাগত জানিয়েছে।’

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারিতে মোদি ও ট্রাম্পের বৈঠকে জ্যাভলিন অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল ও স্ট্রাইকার সাঁজোয়া যান যৌথভাবে কেনা ও উৎপাদনের পরিকল্পনা নেয়া হয়। পাশাপাশি ছয়টি অতিরিক্ত পি-৮ আই সামুদ্রিক টহল বিমানের কেনার বিষয়েও আলোচনা হয়। সূত্র : মার্কিন প্রতিরক্ষা বিভাগ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়