শিরোনাম
◈ পেলেকে ছাড়িয়ে গে‌লেন, রেকর্ড ১৮ কোটি ২৬ লাখ টাকায় বিক্রি মেসির কার্ড ◈ মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার সেই বাংলাদেশি বংশোদ্ভূতমার্কিন নাগরিক এনায়েত রিমান্ডে ◈ কোটিপতি তানিয়া বিয়ে করতে চান বেকার ছেলে, স্বামীকে বসিয়ে খাওয়াবেন সারাজীবন ◈ কাতার একা নয়, তাদের পাশে আছে পুরো আরব ও ইসলামি বিশ্ব: আরব লীগ ◈ ওসি নিয়োগে নতুন নীতিমালা: যোগ্যতা, স্বচ্ছতা ও সীমাবদ্ধতা নির্ধারণ ◈ পুলিশে ফের বড় রদবদল ◈ সীমানা পুনর্বিন্যাসে ভাঙ্গায় সহিংসতা: থানাঘেরাও, গাড়ি ভাঙচুর ◈ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা ◈ প্রবাসীরা পোস্টাল ব্যালটে কীভাবে ভোট দেবেন, জানালেন ইসি ◈ তারুণ্যের শক্তি আমাদের জাতির চালিকাশক্তি : প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ০২ জুলাই, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে মাঠের মধ্যে ঢুকে পড়ল সাপ, অতপর...

শ্রীলঙ্কার দেওয়া ২৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভার চলমান। ঠিক তখনই ম্যাচ সম্প্রচার ক্যামেরায় দেখা গেল অপ্রত্যাশিত এক দৃশ্য। মাঠের সীমানার মধ্যে ঢুকে পড়ল একটি সাপ।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বুধবার (২ জুলাই) সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৪৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। লক্ষ্য তাড়ায় ব্যাট করছে লাল সবুজরা।

 অভিষিক্ত পারভেজ হোসেন ইমনের সঙ্গে ওপেনিং জুটিতে ব্যাট করতে নামেন তানজিদ তামিম। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বল শেষে তৃতীয় বল করতে যাবেন বোলার অসিথা ফার্নান্দো। তখনই ম্যাচ সম্প্রচার ক্যামেরায় ধরা পড়ে অপ্রত্যাশিত এক দৃশ্য। মাঠের সীমানার মধ্যে ঢুকে পড়ে বড় একটি সাপ। যদিও সেটা নিয়ে বিচলিত হতে দেখা যায়নি দুদলের খেলোয়াড়দের মধ্যে। ম্যাচ অফিশিয়ালরাও খেলা বন্ধ করেননি।
 
 এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৪৯ রান। ১৯ বলে ২৩ রানে তানজিদ আর ৮ বলে ১০ রানে অপরাজিত রয়েছেন নাজমুল হোসেন শান্ত। ১৬ বলে ৩ চারের মারে ১৩ রান করে আউট হয়েছেন ইমন। ৪৩ ওভারে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন আরও ১৯৬ রান।

এর আগে তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব তোপে বড় সংগ্রহ তুলতে পারেনি শ্রীলঙ্কা। তাসকিন ৪ আর সাকিব ৩টি উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট নিয়েছেন শান্ত ও তানভীর ইসলাম। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ১০৬ রানের ইনিংস খেলেন চারিথ আসালাঙ্কা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়