নিজস্ব প্রতিবেদক : শ্রীলঙ্কার দেয়া ২৪৫ রানের লক্ষ্যটা টপকানো বাংলাদেশের জন্য খুব একটা কঠিন ছিলো না, কিন্ত ব্যাটারদের দেণ্যতা এই ম্যাচে আরো বেশি পরিস্কার হলো, তবে ইনিংসের শুরুটা দেখে মনে হয়নি এই ম্যাচ বাংলাদেশ হারতে পারে, ১ উইকেটে ১০০, সেখান থেকে ১০৫ রানে ৮ উইকেট নেই, এরপর ১৬৭ রানে অলআউট বাংলাদেশ দল। ২৪৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা টাইগারদের হারের ব্যবধান ৭৭ রান। ওয়ানডেতে এটি টাইগারদের টানা সপ্তম হার।
অথচ তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল বাংলাদেশ। দুজনেই করছিলেন দারুণ ব্যাটিং। শান্তর (২৬ বলে ২৩) রান আউট দিয়ে শুরু —এরপর টাইগার উইকেট হারিয়েছে ঝড়ের বেগে। মাঝে ৬১ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলেছেন তানজিদ তামিম।
জাকের আলী অনিক ৬৪ বলে ৫১ রানের ইনিসং খেলে শুধুমাত্র বাংলাদেশের হারের ব্যবধানই কমাতে পেরেছেন। এছাড়া বলার মতো তেমন কিছু করতে পারেনি আর কোনো ব্যাটার।