শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী!

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

এবারও বিদেশি ক্রিকেটার নেই ঢাকা প্রিমিয়ার লিগে

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটার হিসাবে ডেভিড মালানের পরিচয় ছিলো। দক্ষিণ আফ্রিকা ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়ে খেলেন মিডলেক্সে। ইংলিশ ক্রিকেটার হিসেবে ২০১৩-২০১৪ মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে এলেন প্রাইম দোলেশ্বরে। পেস বোলিংয়ে দারুণ খেললেও স্পিনে ছিলেন দুর্বল। প্রিমিয়ার লিগের ওই আসর খেলে মালান শিখে যান স্পিন কিভাবে খেলতে হয়।

শুধু সেবারই নয়, মালান পরবর্তী আসরেও খেলেছিলেন প্রাইম দোলেশ্বরের হয়ে। উপমহাদেশের কন্ডিশনে নিজের খেলার উন্নতির জন্য ঢাকা লিগের প্রতি মালান কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সব সময়ই।

ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে কিছুদিন আগে ‘উদ্ভট’ মন্তব্য করেছিলেন ভারতীয় স্পিন অলরাউন্ডার পারভেজ রসুল, আইপিএলের চেয়ে ঢাকা প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বীতা বেশি। মালানের ঢাকা লিগের প্রতি কৃতজ্ঞতা কিংবা পারভেজ রসুলের মন্তব্য এমনি এমনিই আসেনি। ঢাকা লিগের উত্তেজনা, রোমাঞ্চ, প্রতিদ্বন্দ্বীতা এতোটাই বেশি ছিল যে এই লিগের গুণগান করেছেন সব বিদেশি ক্রিকেটাররা।

লিগে বড় আমেজ থাকে বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে। একটা সময়ে তিনজন বিদেশি খেলোয়াড় খেলানোর সুযোগ পেত। আর শেষ কয়েক বছরে ঢাকার ক্লাব ক্রিকেটে একজন বিদেশি অংশগ্রহণের সুযোগ পেত।  প্রতিযোগিতার গত আসর থেকে বিদেশি ক্রিকেটারকে খেলানোর রীতি বাদ দিয়েছে সিসিডিএম। এবারও সেই একই সিদ্ধান্তে অটল আয়োজকরা। জানা গেছে, ক্লাবগুলোর চাওয়ার প্রেক্ষিতে বিদেশি ক্রিকেটার না খেলানোর সিদ্ধান্ত সিসিডিএমের। তাতে সব আলো থাকছে স্থানীয় ক্রিকেটারদের ওপর।

দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ আগামী ৩ মার্চ মাঠে গড়াবে। প্রিমিয়ার লিগের ১২ ক্লাব নিয়ে তিন ভেন্যুতে হবে পঞ্চাশ ওভারের এই প্রতিযোগিতা। এজন্য দলবদল হবে আগামী ২২-২৩ ফেব্রুয়ারি। সিসিডিএমের সমন্বয়ক মহিউদ্দিন বিল্লাহ রাসেল এ খবর নিশ্চিত করেছেন। জাতীয় দলের ক্রিকেটাররা সেই সময়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশের বাইরে থাকবেন। তারা এরই মধ্যে দলবদল করে ফেলেছেন বলে খবর। কেবল তাদের দলবদলের ফর্ম সিসিডিএমকে জমা দেবে ক্লাব কর্তৃপক্ষ।

তারকা ক্রিকেটাররা এরই মধ্যে নিজেদের দল গুছিয়ে নিয়েছেন। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ছেড়ে মোহামেডানে নাম লিখিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম। মাহমুদউল্লাহ আগের থেকেই আছেন এই দলে। জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলবেন আবাহনীর হয়ে। আবাহনী শেষ কয়েক বছর ধরেই জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে। দেশের ক্ষমতার পালাবদলে দলটি সেই অবস্থায় নেই। লিটন, তাসকিন, তানজিম সাকিব, তানভীর ইসলামরা এরই মধ্যে নতুন দল নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়