শিরোনাম
◈ জয়পুরের স্টেডিয়ামে আবার বোমা মারার হুমকি, আইপিএল শুরুর আগে চিন্তায় বিসিসিআই ◈ শুঁটকি মাছের নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান: গবেষণা ◈ হাইকোর্টে জামিন পেলেন জুবাইদা রহমান ◈ আগামী বাজেটে সর্বজনীন পেনশন স্কিমে আকর্ষণীয় পরিবর্তনের পরিকল্পনা ◈ সরকারকে ইঙ্গিত করে পাকিস্তান প্রেম ছাড়তে বললেন শাহজাহান (ভিডিওসহ) ◈ ম‌্যারা‌ডোনার মৃত্যুরহস্য, চিকিৎসকের বিরুদ্ধে আদালতে অভিযোগ কন্যার ◈ হার্ভার্ডকে আবার ‘শাস্তি’! ২০০ কোটির পর এবার ৪৫ কোটি ডলার আর্থিক অনুদান বন্ধ করলো ট্রাম্প প্রশাসন ◈ রণক্ষেত্র কাকরাইল, জবি শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ (ভিডিও) ◈ নির্বাচনী প্রচারণার সময় ফেসবুক লাইভে গুলিবর্ষণে নিহত মেয়র প্রার্থী (ভিডিও) ◈ কেমিক্যালমুক্ত আম চেনার উপায়!

প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২৫ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আফগানিস্তান চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলতে পারে: আকাশ চোপড়া

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের সেমিফাইনালে খেলার সম্ভাবনা দেখছেন। ফ্ল্যাট উইকেটেও স্পিনারদের ৪০ ওভার করাবে দলটা, কম রানেও বড় দলকে হারানোর সক্ষমতা আছে আফগানদের— এমনটাই মনে করেন জনপ্রিয় এই ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক। গ্রুপ বি’তে এবার আফগানদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

আকাশ চোপড়া বলেন, আফগানিস্তানের কৌশল বেশ সহজ। তারা ৪০ ওভার স্পিন করাবে, সেটা যত ফ্ল্যাট উইকেটই হোক না কেন। তাদের কোয়ালিটি স্পিনার আছে। যদি আপনি রশিদ খানের বিপক্ষে টিকে থাকতে পারেন, তাহলে আটকে যেতে পারেন নুর আহমেদের কাছে। নুরের বিপক্ষে টিকে গেলে আপনার সামনে থাকবে আল্লাহ গজনফার, সেখানেও আউট না হলে মোহাম্মদ নবির অভিজ্ঞতা কাজে লাগাবে।

তিনি আরও বলেন, আফগানরা চাইবে ২৭০-২৮০ রানের ম্যাচ, ৩২৫-৩৫০ রানের উইকেট তারা চাইবে না। তাদের লক্ষ্য থাকবে ২৫০ থেকে ২৯০ এর মধ্যে। দলের ব্যাটাররা এই দায়িত্ব নেবে এবং বোলাররা কোনো দলকে এই লক্ষ্যে পৌছাতে দিবে না। তাদের সেমিতে যাওয়ার বেশ ভালো সম্ভাবনা আছে।

এদিকে, স্পিন শক্তিমত্তার কারণে আফগানিস্তানকে আসরের শেষ চারে দেখছেন তিনি। তুলনামূলক মাঝারি স্কোরেও প্রতিপক্ষকে চমকে দিতে পারে দলটা, এমনটাই মনে করেন আকাশ চোপড়ার।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের চ্যাম্পিয়নস ট্রফি। এবার দেখার অপেক্ষা, এশিয়ান কন্ডিশনের বৈশ্বিক আসরে বড় দলগুলোর বিপক্ষে কতটুকু বাজিমাত করতে পারে আফগানরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়