শিরোনাম
◈ আওয়ামী লীগের 'কর্মকাণ্ড', ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ◈ দুদকের তলবে সাড়া দেননি টিউলিপ সিদ্দিক ◈ ম‌হেদী মিরাজ আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার ◈ এবার ব্যারিকেড ভেঙে শাহবাগের নিয়ন্ত্রণ নিলেন আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বাণিজ্যযুদ্ধে ‘বিজয়ের আনন্দ’ চীনে: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের ◈ রোনাল‌দো‌ পু‌ত্রের দেশের জার্সিতে অভিষেক, জাপানকে ৪-১ হারালো পর্তুগাল ◈ জয়পুরের স্টেডিয়ামে আবার বোমা মারার হুমকি, আইপিএল শুরুর আগে চিন্তায় বিসিসিআই ◈ শুঁটকি মাছের নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান: গবেষণা ◈ হাইকোর্টে জামিন পেলেন জুবাইদা রহমান

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০১:২২ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে গলা কেটে হত্যা, স্বর্ণ লুট

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জে ঘরে ঢুকে তাজিয়া বেগম (৬৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ সময় তার গলায় ও নাকে থাকা স্বর্ণ লুট করা হয়। মঙ্গলবার (১৩ মে) রাত ১১টার দিকে উপজেলার চন্ডীপুর ইউনিয়নের কালুপুর গ্রামের ক্বারী সাহেবের বাড়ি থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

এর আগে রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে কারা, কী কারণে ঘটনাটি ঘটিয়েছে তা কেউ নিশ্চিতভাবে জানাতে পারেনি। নিহত তাজিয়া বেগম ক্বারী সাহেবের বাড়ির আব্দুল মান্নানের স্ত্রী। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মান্নান এশার নামাজের আজান দিলে মসজিদে যান। ঘরে তার স্ত্রী তাজিয়া একাই ছিলেন। সেই সুযোগে কে বা কারা ঘরে ঢুকে তাকে গলা কেটে হত্যা করে। নামাজ শেষে মসজিদ থেকে মান্নান এসে দেখেন রান্নাঘরে স্ত্রীর নিথর দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তারা নিহতের স্বজনসহ স্থানীয়দের সঙ্গে কথা বলেন। পরে ময়নাতদন্তের জন্য পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। 

তাজিয়া বেগমের ভাগিনা এনামুল চৌধুরী পাভেল বলেন, কে বা কারা আমার ফুফুকে জবাই করে হত্যা করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এমনটি হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে তার গলার ও নাকের স্বর্ণ লুটে নিয়ে গেছে।

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বলেন, ঘটনার সময় ওই নারী ঘরে রান্না করছিলেন। এ সময় ধারালো বটি দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। কে বা কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়