শিরোনাম
◈ আওয়ামী লীগের 'কর্মকাণ্ড', ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি ◈ দুদকের তলবে সাড়া দেননি টিউলিপ সিদ্দিক ◈ ম‌হেদী মিরাজ আইসিসির এপ্রিল মাসের সেরা ক্রিকেটার ◈ এবার ব্যারিকেড ভেঙে শাহবাগের নিয়ন্ত্রণ নিলেন আন্দোলনরত নার্সিং শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বাণিজ্যযুদ্ধে ‘বিজয়ের আনন্দ’ চীনে: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন ◈ ডলারের দর বাজারভিত্তিক করার ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের ◈ রোনাল‌দো‌ পু‌ত্রের দেশের জার্সিতে অভিষেক, জাপানকে ৪-১ হারালো পর্তুগাল ◈ জয়পুরের স্টেডিয়ামে আবার বোমা মারার হুমকি, আইপিএল শুরুর আগে চিন্তায় বিসিসিআই ◈ শুঁটকি মাছের নমুনায় মিলেছে ক্যানসার সৃষ্টিকারী উপাদান: গবেষণা ◈ হাইকোর্টে জামিন পেলেন জুবাইদা রহমান

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ০১:২১ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাল দলিলে জীবিত মাকে ‘মৃত’ দেখিয়ে জমি দখলের চেষ্টা, কারাগারে কৃষকলীগ নেতা

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন পরিষদের ৯নংওয়ার্ডের  (ইউপি) সদস্য এবং ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন জমি দখল ও জালিয়াতির মামলায় কারাগারে গেছেন। বুধবার (১৪ মে) সন্ধ্যায় আসামি ইব্রাহিম হোসেনকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন এপিপি (সহকারী পাবলিক প্রসিকিউটর) দুলারী আক্তার।

এর আগে সোমবার (১২ মে) ফরিদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৯নং আমলী আদালতের বিচারক শাওন আহমেদ এ আদেশ দেন। এই মামলায় আরও অভিযুক্ত উপজেলা কৃষকলীগের সদস্য সচিব খান আমিরুল ইসলাম, জব্বার শেখ, ইয়ার আলী, আখি আক্তার ও সোহাগী বেগম—তাদের মধ্যে চারজনকে ২৮ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, আয়েশা বেগমের পাঁচ ছেলের মধ্যে তিনজন জীবিত এবং দুইজন মৃত—আলমগীর ও অলিয়ার। আলমগীর ২০০৩ সালের ৬ সেপ্টেম্বর ১৭ বছর বয়সে অবিবাহিত অবস্থায় মারা যান। এরপর ২০১৪ সালে তার বাবা আব্দুর রহমান মোল্যা মৃত্যুবরণ করেন। মামলা নম্বর: আলফাডাঙ্গা সি.আর.-১৮/২৫। বাদী—৬২ বছর বয়সী আয়েশা বেগম।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২৩ মে আলফাডাঙ্গা সাব-রেজিস্ট্রার অফিসে ৮০৯/২৪ নম্বরের একটি জাল দলিল তৈরি করা হয়। দলিলে দাতা হিসেবে দেখানো হয় মৃত আলমগীরের সাজানো স্ত্রী সোহাগী বেগম এবং মেয়ে হিসেবে আখি আক্তারকে। অথচ আখির জন্ম ২০০৫ সালের ১০ সেপ্টেম্বর, অর্থাৎ আলমগীরের মৃত্যুর দুই বছর পর।

এই জাল দলিলের সহায়তায় আয়েশা বেগমকে (যিনি জীবিত) 'মৃত' দেখিয়ে একটি ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করা হয়। ওয়ারিশ সনদে ইউপি সদস্য ইব্রাহিম হোসেন শনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেন।

২০২৫ সালের ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) আয়েশা বেগমের পাড়াগ্রাম মৌজার বি.এস. খতিয়ান ২৩৫,  ৩৭১নম্বর দাগে জমিতে দখল নিতে গেলে অভিযুক্ত ইব্রাহিম ও তার সহযোগীরা উপস্থিত হন। বাধা দিলে ইব্রাহিম দাবি করেন—তিনি জমি ক্রয় করেছেন।

এ ঘটনায় আদালত ফরিদপুর পিবিআই-কে তদন্তের নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা এসআই ওয়াহিদুজ্জামান অভিযোগের সত্যতা নিশ্চিত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

স্থানীয়রা জানান, ইউপি সদস্য ইব্রাহিম হোসেন এর আগেও একাধিক বিতর্কে জড়িয়েছেন। এক প্রবাসী—নিয়ামুলের স্ত্রী সঙ্গে পরকীয়ায় লিপ্ত থাকার সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়