শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী!

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩০ রাত
আপডেট : ০৮ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিপিএল সেরা একাদশ বানালো ক্রিকইনফো

স্পোর্টস ডেস্ক : ফরচুন বরিশাল বিপিএলের একাদশ আসরে টানা দ্বিতীয়বার  শিরোপা জিতেছে। দক্ষিণাঞ্চলের এই ফ্র্যাঞ্চাইজি শুক্রবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ফাইনালে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতে। এই জয়ের মাধ্যমে ফরচুন বরিশাল বিপিএলের ইতিহাসে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার শিরোপা জয়ের কীর্তি গড়েছে। 

এবারের আসরে দেশি-বিদেশি অনেক খেলোয়াড়ই দারুণ পারফর্ম করেছেন। তাদের মধ্য থেকে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো বেছে নিয়েছে বিপিএলের সেরা একাদশ।

টপ অর্ডার-
বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক নাঈম শেখ ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন। তিনি ৫১১ রান করেছেন। তার সঙ্গে ওপেনিংয়ে আছেন ফরচুন বরিশালের তামিম ইকবাল, যিনি ফাইনালে গুরুত্বপূর্ণ ফিফটি করে দলকে শিরোপা জেতান। তামিম আসরে ৪১৩ রান করেছেন। তিন নম্বরে রাখা হয়েছে জাকির হাসানকে, যিনি ৩৮৬ রান করেছেন। তবে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক (৪৮৫) তানজিদ তামিম একাদশে জায়গা পাননি।

মিডল অর্ডার-
গ্রাহাম ক্লার্ক বিপিএলের তৃতীয় সর্বোচ্চ ৪৩১ রান করেছেন, তাই চারে তাকে রাখা হয়েছে। স্লগার হিসেবে জায়গা পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

অলরাউন্ডার-
দুই পাকিস্তানি অলরাউন্ডার খুশদীল শাহ ও ফাহিম আশরাফ জায়গা পেয়েছেন একাদশে। খুশদীল ২৯৮ রান করার পাশাপাশি ১৭ উইকেট নিয়েছেন, তাই তিনি পাঁচে ব্যাটিং করবেন। ফাহিম আশরাফ নিয়েছেন ২০ উইকেট এবং ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন, তাই তিনি সাত নম্বরে। তবে মেহেদী হাসান মিরাজ (৩৫৫ রান, ১৩ উইকেট) টুর্নামেন্ট সেরা হলেও একাদশে জায়গা পাননি।

স্পিন বিভাগ-
খুশদীল শাহের সঙ্গে একাদশে স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের রহস্য স্পিনার আলিস আল ইসলাম, যিনি ১৫ উইকেট নিয়েছেন।

পেস আক্রমণ-
ক্রিকইনফোর একাদশে তিন পেসার জায়গা পেয়েছেন। তারা হলেন পাকিস্তানের আকিফ জাভেদ (২০ উইকেট), বাংলাদেশের তাসকিন আহমেদ সর্বাধিক (২৫ উইকেট) এবং খালেদ আহমেদ (২০ উইকেট)।

ক্রকইনফোর বিপিএল সেরা একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, জাকির হাসান, গ্রাহাম ক্লার্ক, খুশদীল শাহ, মাহিদুল অঙ্কন (উইকেটরক্ষক), ফাহিম আশরাফ, আলিস ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও আকিফ জাভেদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়