শিরোনাম
◈ প্যারিসে অপহরণচেষ্টার মুখে সাহসিকতায় যেভাবে রক্ষা পেলেন ক্রিপ্টো সিইওর কন্যা! ভিডিও ◈ `আমার সোনার বাংলা' কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো? ◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়: স্বাধীনতার পর ৭৬ খুন, বিচার হয়নি ◈ বাংলাদেশ-জাপান বৈঠকে আসছে তিস্তা-মাতারবাড়ি-বে অব বেঙ্গল ও চীনের ভূমিকা ◈ কিনতে এসে অভিনব কায়দায় দোকান থেকে ‘১০০ ভরি স্বর্ণ’ নিয়ে পালালেন ৫ নারী (ভিডিও) ◈ জবি শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না (ভিডিও) ◈ আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ◈ এরশাদের বউ বিদিশার গাড়ি রং সাইডে, ভিডিও ভাইরাল! ◈ উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করলেন যে ব্যক্তি (ভিডিও)

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪৯ রাত
আপডেট : ০৩ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হয় তারা থাকবে, না হয় আমি: নারী ফুটবলার কোচ পিটার বাটলার 

নারী ফুটবল দলের সংকট আরও ঘনীভূত হয়েছে। ১৮ জন নারী ফুটবলার ব্রিটিশ কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে অস্বীকৃতি জানিয়েছেন। এর জবাবে বাটলারও কঠোর অবস্থান গ্রহণ করেছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, নির্দিষ্ট কিছু খেলোয়াড় দলে থাকলে তিনি কোচিং করাবেন না।

বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাফুফে ভবনে সাংবাদিকদের সামনে বাটলার বলেন, ‘কমিটি আমার কাছে যা জানতে চেয়েছে, আমি তার ব্যাখ্যা দিয়েছি। আমি স্পষ্টভাবে বলেছি, যারা বাফুফে ভবনে থেকে বাফুফের খাবার খেয়ে বাফুফেতেই দাঁড়িয়ে ভিত্তিহীন কথা বলে, আমি তাদের কোচিং করাব না।’

উল্লেখ্য, বিদ্রোহী ১৮ জন ফুটবলারের মধ্যে ১৬ জনই সাফজয়ী দলের সদস্য। তাদের অভিযোগের বিষয়ে বাটলার বলেন, ‘আমার বিশ্বাস, বিশেষ কমিটি সঠিক সিদ্ধান্ত নেবে। আমার স্পষ্ট কথা, হয় ওরা থাকবে নয়তো আমি, সমঝোতার কোনো সুযোগ নেই।’

কোচ আরও জানান, তিনি কিছু নির্দিষ্ট ফুটবলারের নাম বাফুফের কাছে দিয়েছেন, যারা থাকলে তিনি দায়িত্ব পালন করবেন না। বিদ্রোহী ফুটবলারদের তিনি ‘সহানুভূতি কার্ড’ খেলার অভিযোগ করেন এবং বলেন, ‘এটা ননসেন্স, এটা বন্ধ হওয়া দরকার।’

এখন দেখার বিষয়, বাফুফে কী সিদ্ধান্ত নেয় এবং নারী ফুটবল দলের ভবিষ্যৎ কোন পথে এগোয়। উৎস: চ্যানেল২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়