শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর দিলেন উপদেষ্টা আসিফ নজরুল (ভিডিও) ◈ উপদেষ্টা মাহফুজের মাথায় কিভাবে বোতল পড়ল, যা বললেন সেই শিক্ষাথী ◈ জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণে আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন ◈ টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা, বাংলা‌দেশ পা‌বে ৮ কো‌টি ৭৫ লাখ টাকা ◈ ভারতে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী পুশ-ইন,  কুড়িগ্রামে আটক ৫ ◈ চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সুনির্দিষ্ট রূপ দিতে চায় কমিশন : অধ্যাপক আলী রীয়াজ  ◈ পূর্ণ দিবস ধর্মঘট ঘোষণা, ঢাবির একাডেমিক-প্রশাসনিক ভবনে তালা ◈ মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে কঠোর হবে সরকার: ফয়েজ আহমদ ◈ বাজারভিত্তিক বিনিময় হার চালুর দ্বিতীয় দিনেও ডলারের দাম স্থিতিশীল ◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও)

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৫, ১১:০১ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিনিসিয়ুসকে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব সৌদি ক্লাবের

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি মনে করেন, টাকা নয়, গৌরবকেই বেছে নেবেন ভিনিসিয়ুস জুনিয়র। কারণ এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে কিনতে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি আরবের ক্লাব।
স্প্যানিশ একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা যায় মৌসুমে ২০ কোটি ইউরো পারিশ্রমিকে ভিনিকে ৫ বছরের জন্য কিনতে চায় সৌদি আরবের ক্লাব। শুধু তাই নয় দলবদলের ফি হিসেবে আরও ৩০ কোটি ইউরো দেয়ার প্রস্তাব দিয়েছে ক্লাবটি। সব মিলিয়ে ১৩০ কোটি ইউরোর প্রস্তাব উঁকি দিচ্ছে ভিনিকে।

সৌদি আরবের কোন ক্লাব ভিনিকে কিনতে আগ্রহী সেটি অবশ্য জানা যায়নি এখনও। রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের রিলিজ ক্লজ ১০০ কোটি ইউরো। তবে ভিনি রিয়ালে থাকবেন বলেই আশাবাদী কার্লো আনচেলত্তি।

রিয়াল কোচ বলেন, ব্যক্তিগত সিদ্ধান্তের জায়গা অবশ্যই আছে। আমার মনে হয়, ভিনি এখানে থাকবে এবং এখানে থেকে রিয়ালের হয়ে ট্রফি জিততেই সে উৎসাহী। সে গৌরবের পেছনে ছুটতে চায় বলে আমি মনে করি।

২০২৩ সালের জুন মাসে সৌদি আরব থেকে বেশ লোভনীয় প্রস্তাব পেয়েছিলেন জার্মানির সাবেক ফুটবলার টনি ক্রুস। কিন্তু সেই প্রস্তাব নাকচ করে দেন তিনি। এই ঘটনার স্মৃতিচারণ এনে কার্লো আনচেলত্তি বলেছেন, আমি ফুটবলে সবকিছু বুঝি। টনি ক্রুসের অবসর নেওয়াটা বুঝেছি। সবাই তা বোঝেনি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম।
উল্লেখ্য, চলতি মৌসুম শেষ না হওয়া পর্যন্ত নিজের দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে চান না রিয়ালের ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। লস ব্লাঙ্কোসদের সঙ্গে ভিনির চুক্তির মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়