টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আরমান কবীর : টাঙ্গাইলের সখীপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও স্থানীয় বড়চওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলামকে গ্রেপ্তার করেছে সখীপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলার বড়চওনা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা মামলার আসামি।
সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার অভিযোগে করা মামলার আসামি চেয়ারম্যান আজাহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।