ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
মো. রমজান আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ করেছে ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল ও আদিনা ফজলুল হক সরকারি কলেজ ছাত্রদল এই কর্মসূচি পালন করেন।
দুপুরে নবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে কলেজের সামনে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করেন সংগঠনটির নেতা-কর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য নাজিম ওদুদ অমি, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক আমীর হামজা জীবন।
অন্যদিকে শিবগঞ্জ আদিনা ফজলুল হক সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি কলেজ চত্বরে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কলেজ শাখার সভাপতি তাইফুর রহমান, সিনিয়র সহসভাপতি ইসমাইল হোসেন সবুজ, সাধারণ সম্পাদক নাকিব রেসাদ রিফাত, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন আলী ও সাংগঠনকি সম্পাদক ওসমান আলীসহ অন্যরা।
এসময় বক্তারা সাম্যকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি জানান।