শিরোনাম
◈ মুস্তা‌ফিজ‌কে কি দেখা যাবে আইপিএলে? ক'টা ম্যাচ খেলবেন? ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় অনেক ক‌ষ্টে মায়োর্কাকে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ বাংলাদেশে নারী নির্যাতন : কক্সবাজার টু মুন্সিগঞ্জ ◈ হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল, ফের সতর্ক করল মন্ত্রণালয় ◈ বাংলা‌দেশ দল এখন আ‌মিরা‌তে, ‌টি - টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যাচ ১৭ মে ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সেমিফাইনালে ১৬ মে নেপালের মুখোমুখি বাংলাদেশ ◈ জাতীয় দ‌লে বিদেশি কোচ কে‌নো? ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া ◈ প্যারিসে অপহরণচেষ্টার মুখে সাহসিকতায় যেভাবে রক্ষা পেলেন ক্রিপ্টো সিইওর কন্যা! ভিডিও ◈ `আমার সোনার বাংলা' কীভাবে ও কেন বাংলাদেশের জাতীয় সংগীত হলো? ◈ বেতন বৈষম্য কমাতে নতুন মহার্ঘভাতা পরিকল্পনায় সরকার

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৫, ০৭:২৫ বিকাল
আপডেট : ০৪ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরও ৭ ক্রীড়া ফেডারেশনে নতুন এডহক কমিটি

স্পোর্টস ডেস্ক : দুই মাস পর মঙ্গলবার (২৮ জানুয়ারি) আরও ৭টি ক্রীড়া ফেডারেশনে অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে। ফেডারেশনগুলো হচ্ছে সাঁতার, টেবিল টেনিস, ফেন্সিং,ভারত্তোলন, কারাতে,ভলিবল ও শরীর গঠন। এর আগে জাতীয় ক্রীড়া পরিষদ ৯টি ফেডারেশনে কমিটি ঘোষণা করেছিলো।

সাঁতার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন আবারও ফেডারেশনে সাধারণ সম্পাদক পদে ফিরেছেন। আগের কমিটির সহ-সভাপতি প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীরকে অ্যাডহক কমিটিতেও সহ-সভাপতি রাখা হয়েছে। আগের কমিটির সহ-সভাপতি আব্দুল হামিদকে এবার সদস্য, নিবেদিতা দাসকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। 

১৯ সদস্যের কমিটিতে সেনা, নৌ,বিমান ও বিকেএসপি থেকে একজন করে প্রতিনিধি থাকবে। এছাড়া দুই বারের অলিম্পিয়ান ও সাবেক কৃতি সাঁতারু মাহফিজুর রহমান সাগর সদস্য ও আরেক কৃতি সাঁতারু রফিকুল ইসলামকে করা হয়েছে কোষাধ্যক্ষ। নৌবাহিনীর প্রধান হয়েছেন সভাপতি। 

টেবিল টেনিসের অ্যাডহক কমিটি ১৭ সদস্য বিশিষ্ট। সেনা নিয়ন্ত্রণ ক্রীড়া বোর্ড ও বিকেএসপি থেকে একজন টিটি সংক্রান্ত প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। বাকি ১৫ জনের মধ্যে সাবেক খেলোয়াড় ও সংগঠক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

টেবিল টেনিসের অন্যতম সাবেক তারকা  নাসিমুল হাসান কচি হয়েছেন যুগ্ম সম্পাদক।  আগের  কমিটির অন্যতম সমালোচিত খন্দকার হাসান মুনীর সুমন অ্যাডহক কমিটিতেও সহ-সভাপতি হয়েছেন! মাইক্রো ফাইবার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইঞ্জিনিয়ার এমএইচ জামানকে সভাপতি করা হয়েছে। 

ভলিবল ফেডারেশনে গত দুই দশক আধিপত্য ছিল আশিকুর রহমান মিকুর। তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সরিয়ে সাবেক জাতীয় খেলোয়াড় বিমল ঘোষ ভুলুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সভাপতি পদে বিজিএমইএ সাবেক সভাপতি জায়ান্ট গ্রুপের ফারুক হাসান মনোনীত হয়েছেন। এই কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন রেডিয়েন্ট গ্রুপের পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী। ভলিবল ফেডারেশনের কমিটি ১৯ সদস্য বিশিষ্ট।

না,নৌ,বিমান ও বিজিবি থেকে একজন করে প্রতিনিধি থাকবেন সেখানে। সাবেক খেলোয়াড় শিরিন, ঝিলু, আমিরুল হোসেন আপন,লিঙ্কন সদস্য হিসেবে আছেন। 

কারাতে ফেডারেশনও ১৯ সদস্য বিশিষ্ট হয়েছে। বিগত কমিটির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। তিনি আগেও সাধারণ সম্পাদক ছিলেন। সভাপতি হিসেবে আছেন এশিয়াটিক কটন মিলের সাহজাদা আলম। 

ভারত্তোলন ফেডারেশনের সভাপতি মনোনীত হয়েছেন প্রবীন সংগঠক উইং কমান্ডার (অব.)মহিউদ্দিন আহমেদ। নজরুল ইসলামের পরিবর্তে সাবেক জাতীয় ভারত্তোলক ও প্রশিক্ষক লে.কর্ণেল মো. শহিদুল ইসলাম চৌধুরীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ভারত্তোলকদের মধ্যে ফিরোজা পারভীন, আজহারুল ইসলাম,রেশমা সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। 

শরীরগঠন ফেডারেশনের সভাপতি করা হয়েছে অতিরিক্ত আইজিপি ও পিবিআই প্রধান মোস্তফা কামালকে। সাধারণ সম্পাদক হয়েছেন চিকিৎসক ও প্রাক্তন খেলোয়াড় কামরুজ্জামান। ফেন্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক করা হয়েছে বসুনিয়া এম আশিকুল ইসলামকে। তথ্যসূত্র, বাংলাট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়