শিরোনাম
◈ গত নয় মাসে গণমাধ্যম ভোগ করছে অভূতপূর্ব স্বাধীনতা: প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও) ◈ কাশ্মীর ইস্যু নি‌য়ে আ‌লোচনায় বস‌তে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ◈ বাংলাদেশের ১০ জন কাবা‌ডি খেলোয়াড় চায় ভারত ◈ সোহরাওয়ার্দী উদ্যানের শতাধিক স্থাপনা গুঁড়িয়ে দিলো দক্ষিণ সিটি (ভিডিও) ◈ কাস্টমসের কলম বিরতিতে বেনাপোল বন্দরে অচলাবস্থা ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, আসছে কয়েক লাখ নতুন নিয়োগের সুযোগ ◈ সাড়ে তিন বছর পর আদালতের রায়ে বিজয়ী ঘোষণা, মোটরসাইকেল শোভাযাত্রায় এলাকাজুড়ে উৎসব জামায়াত নেতার ◈ কাকরাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উত্তাল আন্দোলন, ২৫টি বাসে শিক্ষক-শিক্ষার্থী যোগদান ◈ ভাতা তালিকায় যুক্ত হচ্ছে লাখো নতুন সুবিধাভোগী, বাদ পড়বেন অযোগ্যরা ◈ ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান (ভিডিও)

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৫, ১০:৪৮ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাজিলের জয়ের দিনে কলম্বিয়ায় আর্জেন্টিনার হোঁচট

স্পোর্টস ডেস্ক : আমেরিকা অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় গত ২৪ জানুয়ারি ব্রাজিলকে ৬-০ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেই দলটি তিন দিনের ব্যবধানে আবারও মাঠে নামে। এবার ব্রাজিল জিতলেও আর্জেন্টিনা খেলো হোঁচট।

সোমবার (২৭ জানুয়ারি) এস্তাদিও মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। একই মাঠে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। এই ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে। বলিভিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ব্যবধান ২-০ করে ফেলে ব্রাজিল। ১৪ ও ২৮ মিনিটে গোল দুটি করেন গ্যাব্রিয়েল মোসকার্দো ও ব্রেনো বিদোন। 
দ্বিতীয়ার্ধে দ্রুতই ব্যবধান কমিয়েছে বলিভিয়া। ৪৭ মিনিটে গোলটি করেন বলিভিয়া অনূর্ধ্ব-২০ দলের মিডফিল্ডার গিলমার সেন্তেলা বাজান। এই ম্যাচে ৬টি হলুদ কার্ড বের করতে হয়েছে রেফারিকে। বলিভিয়া পেয়েছে ৪ হলুদ কার্ড ও ব্রাজিল দেখেছে ২টি।

এস্তাদিও মিসায়েল দেলগাদো স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে শুরুতে এগিয়ে যায় কলম্বিয়া। ৩৩ মিনিটে গোল করেন কলম্বিয়া অনূর্ধ্ব-২০ দলের স্ট্রাইকার অস্কার পেরেয়া। সমতায় ফিরতে আর্জেন্টিনার লেগেছে ৩ মিনিট। ৩৬ মিনিটে সমতাসূচক গোল করেন ক্লদিও এচেভেরি।

গোলের জয়ের পর আর্জেন্টিনার আরেকটি বড় জয়ের অপেক্ষায় ছিল সমর্থকেরা। কিন্তু জয় দূরে থাক, উল্টো কলম্বিয়ার বিপক্ষে হারের শঙ্কায় পড়তে হয়েছে আর্জেন্টাইনদের।

তবে টুর্নামেন্টের অন্যতম ফেবারিটদের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত কোনোরকমে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।

কলম্বিয়ার বিপক্ষে ড্রয়ের পরও অবশ্য ‘বি’ গ্রুপে সবার ওপরেই আছে আর্জেন্টিনা। ২ ম্যাচে ১ জয় ও ১ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৪। ২ ম্যাচ খেলে ১ জয় ও ১ হারে ৩ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে ব্রাজিল। বলিভিয়া ২ ম্যাচ খেলে একটিতেও জয়ের মুখ দেখেনি। গ্রুপে পয়েন্ট টেবিলে পাঁচ দলের মধ্যে তারা পাঁচেই আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়