শিরোনাম
◈ লিবিয়ার রাজধানী ত্রিপোলীতে অবস্থানরত বাংলাদে‌শিদের জন্য দূতাবাসের জরু‌রি বার্তা ◈ যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২০ হাজার কোটি ডলারে ১৬০ জেট কিনবে কাতার! ◈ আওয়ামী লীগ নির্বাচন থেকে বাদ পড়ায় কাদের সুবিধা হলাে ◈ মুস্তা‌ফিজ‌কে কি দেখা যাবে আইপিএলে? ক'টা ম্যাচ খেলবেন? ◈ স্প‌্যা‌নিশ লা লিগায় অনেক ক‌ষ্টে মায়োর্কাকে হারা‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ বাংলাদেশে নারী নির্যাতন : কক্সবাজার টু মুন্সিগঞ্জ ◈ হজযাত্রীদের লাগেজে অবৈধ মালামাল, ফের সতর্ক করল মন্ত্রণালয় ◈ বাংলা‌দেশ দল এখন আ‌মিরা‌তে, ‌টি - টো‌য়ে‌ন্টি সি‌রি‌জের প্রথম ম‌্যাচ ১৭ মে ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শি‌পের সেমিফাইনালে ১৬ মে নেপালের মুখোমুখি বাংলাদেশ ◈ জাতীয় দ‌লে বিদেশি কোচ কে‌নো? ব্রাজিলের প্রেসিডেন্ট লুলার প্রতিক্রিয়া

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৫, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

নারী বিপিএলের আয়োজন থেকে সরে দাঁড়াচ্ছে বিসিবি 

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছিলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হতেই শুরু করবে নারী বিপিএল। তবে ছেলেদের বিপিএলকে ঘিরে কিছু অপ্রত্যাশিত বিষয় সামনে উঠে আসার পর এবার সেই সিদ্ধান্ত থেকে পিছু হাটছে বিসিবি। তারা এই মুহূর্তে নারী বিপিএল নিয়ে তাড়াহুড়ো করতে চায় না।

এদিকে বার্তা২৪ জানায়, সারাবিশ্বে ছেলেদের পাশাপাশি মেয়েদের ক্রিকেটের উন্নতির সাথে সামঞ্জস্য রেখে নারীদেরও সুযোগ সুবিধা দেওয়ার কথা জানিয়েছিলো বিসিবি। সেই অনুযায়ী প্রথমবারের মতো মেয়েদের বিপিএল আয়োজন করার কথাও জানিয়েছিলো বিসিবি। তবে চলমান বিপিএল ঘিরে বেশ কিছু বিতর্কের পর সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশের ক্রিকেটের সবোর্চ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবির বোর্ড মিটিংয়ের পর গতকাল সাংবাদিকদের সাথে কথা বলেন বিসিবির দুই পরিচালক মাহবুব আনাম এবং ইফতেখার রহমান মিঠু। এ সময় তারা নতুন স্ট্যান্ডিং কমিটি প্রকাশ, গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম ও বিপিএলের বিতর্কিত ইস্যুগুলো নিয়ে কথা বলেছেন। একপর্যায়ে নারী বিপিএলের প্রসঙ্গ উঠলে ইফতেখার রহমান মিঠু বলেন, ‘তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত হয়েছে।’ অবশ্য এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চান নি তিনি।

চলমান বিপিএল দেশী-বিদেশী খেলোয়াড়দের পারিশ্রমিক বিতর্ক, টিকেট নিয়ে লঙ্কাকান্ড,এমনকি ম্যাচ ফিক্সিংয়ের মতোও গুরুতর অভিযোগও উঠছে। যে কারণে এসবের সুরাহা না করে আবারো বিপিএল আয়োজন করলে সেটা বোর্ডের জন্য নেতিবাচক হবে বলে মনে করছে ক্রিকেট সংশ্লিষ্ঠরা।

এদিকে বিপিএলর চট্টগ্রাম পর্বে নারীদের বিপিএল আয়োজন করারর ঘোষণা দিয়েছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। তখন ফাহিমের সাথে সুর মিলিয়ে আরেকটু আগ বাড়িয়ে বিসিবির নারী ক্রিকেট বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন জানিয়েছিলেন, নারী বিপিএলে ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস অংশ নেওয়ার সম্মতি জানিয়েছে। তবে এবার শুরু আগেই হোঁচট খেলো নারী বিপিএল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়