শিরোনাম
◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৫, ০১:০৩ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দারুণ প্রতিশোধ নিয়ে সিরিজে সমতায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজের প্রথম ম্যাচে ¯্রফে উড়ে গিয়েছিলো বাংলাদেশ নারী দল। স্বাগতিকদের সামণে দঁড়াতেই পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। এবার তারই প্রতিশোধ নিলো বাংলার টাইগ্রেসরা। দ্বিতীয় ম্যাচে দারুণ প্রত্যাবর্তন করেছে নিগার সুলতানা জ্যোতির দল। উইন্ডিজকে ৬০ রানে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা এনেছে তারা। প্রথমে ব্যাট করতে নেমে জ্যোতির ফিফটিতে মাত্র ১৮৪ রানের সংগ্রহ সফরকারীরা। জবাবে নাহিদা, রাবেয়া, ফাহিমাদের দারুণ বোলিংয়ে মাত্র ১২৪ রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ান নারীরা।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে মাঠে নামে বাংলাদেশ। টেসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি বাংলাদেশের। ওপেনার মুর্শিদা ১২ রান করে ফিরলে, ভাঙ্গে ৩৪ রানের জুটি। কিন্তু, এরপর ফারজানা পিংকি ১৮ আর শারমিন আক্তার ১১ রান করে ফিরলে চাপে পড়ে বাংলাদেশ।
এমন অবস্থায় আবারও দলের হাল ধরেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এই ব্যাটারের ৬৮ রানের ইনিংসের সাথে সোবহানার ২৩ এবং স্বর্ণার ২১ রানের ইনিংসে ১৮৪ রানের মাঝারি পুঁজি পায় বাংলাদেশ।

তবে বোলিংয়ে দলগত সাফল্য পায় টাইগ্রেসরা। পেসার মারুফা দুইটি আর তিন স্পিনার নাহিদা, রাবেয়া ও ফাহিমা মিলে ৭টি উইকেট তুলে নিলে, ১২৪ রানে অলআউট হয় উইন্ডিজ নারী দল। ক্যারিবিয়ানদের বিপক্ষে এটি টাইগ্রেসদের প্রথম ওয়ানডে জয়। সিরিজের শেষ ম্যাচ জিতলে স্বাগতিকদের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের পাশাপাশি সরাসরি নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট কাটবে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়