আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর পল্টন মোড় অবরোধ করে আন্দোলন করছে গণ অধিকার পরিষদ। শুক্রবার (৯ মে) বিকেল ৪টার দিকে এ কর্মসূচি শুরু করেন দলটির নেতাকর্মীর।
এ সময় বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, ‘ব্যান ব্যান হবে, আওয়ামী লীগ ব্যান হবে’, ‘শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘শেখ হাসিনার ঠিকানা এই বাংলায় হবে না’।
এদিকে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ ছাত্র-জনতাকে প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে সমাবেশে অংশ নিতে দেখা গেছে। স্লোগান দেয়া হচ্ছে, ‘কণ্ঠে আবার লাগা জোর, আওয়ামী লীগের কবর খোঁড়’, ‘গড়িমসি বন্ধ কর, আওয়ামী লীগ নিষিদ্ধ কর’, ‘ব্যান ব্যান আওয়ামী লীগ, ‘লীগ ধর জেলে ভর’, ‘ওয়ান টু থ্রি ফোর, আওয়ামী লীগ নো মোর’।
আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার (৮ মে) রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন নেতাকর্মীরা। শুক্রবার সকালে সমাবেশের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। এরপর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকার রাজপথ উত্তাল হয়ে উঠে।