শিরোনাম
◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ০৬:১৯ বিকাল
আপডেট : ১০ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরও একবার ইতিহাস গড়ল বিটকয়েন

আরও একবার ইতিহাস গড়ল বিটকয়েন। ফেব্রুয়ারির শুরুতে সর্বশেষ যে উচ্চতায় পৌঁছেছিল, তা পেরিয়ে বৃহস্পতিবার ছুঁয়ে ফেলল এক লাখ ডলারের মনস্তাত্ত্বিক সীমা। 

বিশ্লেষকরা বলছেন, এটা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে নতুন বাণিজ্য চুক্তির ইঙ্গিত। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ্বজুড়ে চলমান বাণিজ্যযুদ্ধ শিথিল হওয়ার সম্ভাবনা এই ঊর্ধ্বগতির পেছনে বড় ভূমিকা রাখছে।

বৃহস্পতিবার দুপুর নাগাদ বিটকয়েনের মূল্য দাঁড়ায় ১০১,৩২৯.৯৭ ডলারে। যা দিনের হিসেবে ৪.৭ শতাংশ বেশি। চলতি বছরের শুরুতে নেতিবাচক প্রবণতা থেকে উঠে এসে আবারও ইতিবাচক ধারায় প্রবেশ করল বিশ্বের সবচেয়ে বড় এই ক্রিপ্টোকারেন্সি।

যদিও এটি এখনো জানুয়ারিতে অর্জিত সর্বোচ্চ ১০৯,০০০ ডলার রেকর্ডের নিচে রয়েছে। বিটকয়েন ওই রেকর্ডটি গড়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অভিষেকের ঠিক কয়েক ঘণ্টা আগে।

বিটকয়েনের মূল্য প্রথমবারের মতো এক লাখ ডলার অতিক্রম করে ২০২৪ সালের ডিসেম্বরে।

ক্রিপ্টো প্ল্যাটফর্ম কয়েনহাউসের বিশ্লেষক স্তেফান ইফরাহ বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন অনেক বেশি যুক্তিসংগত আচরণ করছে এবং অন্যান্য দেশের সঙ্গে চুক্তিতে পৌঁছাচ্ছে। এটাই মূলত ক্রিপ্টোকারেন্সির ঊর্ধ্বগমনের মূল কারণ।

প্রেসিডেন্ট ট্রাম্প তার নির্বাচনী প্রচারে ক্রিপ্টোকারেন্সিকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু পরে বিশ্বব্যাপী যে শুল্ক আরোপের ঢেউ তিনি তৈরি করেন, তা বিশ্ববাজারে অনিশ্চয়তা সৃষ্টি করে।

যদিও ট্রাম্পের শুল্ক যুদ্ধ সরাসরি ক্রিপ্টোকে প্রভাবিত করেনি। তবুও এই বাজারের অস্থিরতা এবং বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের (যেমন- স্বর্ণ) দিকে ঝুঁকে যাওয়া বিটকয়েনের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল।

এই খাত আরও কিছু বড় ধাক্কা খেয়েছে। বিশেষ করে, আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেইর সমর্থন করা $LIBRA ক্রিপ্টোকারেন্সির ধস। কিছু প্রাথমিক বিনিয়োগকারী বিশাল লাভে বিক্রি করে বেরিয়ে গেলে দাম হু-হু করে পড়ে যায় এবং অধিকাংশ সাধারণ বিনিয়োগকারী বিশাল ক্ষতির সম্মুখীন হন।

এ ঘটনার পর বিটকয়েনসহ অন্যান্য ক্রিপ্টোকারেন্সির দামও নিম্নমুখী হয়।

মিলেই $LIBRA প্রচারে কোনো প্রতারণা, অপরাধমূলক সংগঠনের সঙ্গে জড়িত থাকা বা দায়িত্ব লঙ্ঘনের মতো অপরাধ করেছেন কিনা— সেটাই এখন খতিয়ে দেখছেন আর্জেন্টিনার প্রসিকিউটররা।

অন্যদিকে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে দুবাই-ভিত্তিক ক্রিপ্টো এক্সচেঞ্জ Bybit-এর ১.৫ বিলিয়ন ডলার মূল্যের ডিজিটাল সম্পদ হ্যাক হয়ে যাওয়াটা ছিল ইতিহাসের সবচেয়ে বড় চুরি। এর ফলে এপ্রিলের শুরুতে বিটকয়েনের দাম একবার নেমে আসে  ৭৫ হাজার ডলারে।

ক্রিপ্টো বিশ্লেষক চার্লি মরিস বলেন, ‘বর্তমানে বাজার যেমন শক্তিশালী, বিটকয়েনও তেমন। যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি একটি ইতিবাচক দিক, কারণ এর পর আরও অনেক চুক্তি আসতে পারে’।

উল্লেখ্য, এপ্রিলের শেষ দিকে যুক্তরাজ্য সরকার ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে খসড়া আইন প্রকাশ করে—যা ইউরোপীয় ইউনিয়নের গৃহীত কাঠামোর পরিপূরক। সূত্র: এএফপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়