আবছার তৈয়বী, ইউ.এ.ই প্রতিনিধি: আইইবি'র ফেলো প্রকৌশলী মোহাম্মদ আলীকে চেয়ারম্যান এবং ফেলো প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন খানকে সম্পাদক করে আবুধাবীতে "ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ আই.ই.বি ওভারসীজ চ্যাপ্টার ইন আবুধাবী" শীর্ষক নামে কার্যক্রমের জন্য প্রাথমিক কমিটি গঠিত।
মহান জুলাই-আগস্ট বিপ্লব এবং ৫ই আগস্ট ২০২৪ থেকে গনতন্ত্র উত্তরণের পর নতুন বাংলাদেশ গড়ার লক্ষে সংযুক্ত আরব আমিরাতের প্রদেশ আবুধাবী অঞ্চলে বসবাসরত ২০০(দুই শত)'র অধিক ডিগ্রী প্রকৌশলীগনের (এর মধ্যে অনেকই আইইবির ফেলো, মেম্বর এবং অসোসিয়েট মেম্বর আছেন) পেশাগত দক্ষতা বৃদ্দি এবং কারিগরি ও কূটনৈতিক সম্পর্কের জন্য "ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ আই.ই.বি ওভারসীজ চ্যাপ্টার ইন আবুধাবী-Institution of Engineers, Bangladesh - IEB UAE Overseas Chapter in Abu Dhabi" শীর্ষক নামে পেশাজীবি সংস্থা দীর্ঘ দিন থেকে প্রয়োজনীয়তা অনুভব করে আসছে।
৩রা মে' ২০২৫ তারিখ শনিবার সন্ধাঃ ৮ঃ০০টায় আবুধবিস্থ ইব্রাহীম রেস্টুরেন্ট হল রমে সংযুক্ত আরব আমিরাতে ১(এক)টি নতুন "ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ আই.ই.বি ওভারসীজ চ্যাপ্টার ইন আবুধাবী" শীর্ষক গঠনকল্পে, আই.ই.বি. (IEB)র সকল সদস্যদের নিয়ে সাধারন সভা আয়োজন করা হয়। উক্ত সভায় আইইবি'র ফেলো প্রকৌশলী মোহাম্মদ আলীকে চেয়ারম্যান, ফেলো প্রকৌশলী মোঃ আবু ইস্কান্দারকে ভাইস চেয়ারম্যান এবং ফেলো প্রকৌশলী মোঃ আমজাদ হোসেন খানকে সম্পাদক ১৮(আঠারো) সদস্যের প্রাথমিক কমিটি (Preliminary Committee) সভায় প্রস্তাব উপস্থাপন করেন ফেলো প্রকৌশলী মোঃ মোয়াজ্জেম হোসেন এবং প্রস্তাবটি সমর্থন করেন প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম তালুকদার অতঃপর উপস্থিত আইইবি'র সকল সদস্যের কণ্ঠ ভোটে কমিটি সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।
কমিটিতে স্থানীয় কাউন্সিল সদস্য হিসেবে আছেল প্রকৌশলী এ কে এম নিজাম, প্রকৌশলী মোঃ আব্দুল লতিফ, প্রকৌশলী মোঃ হামিদুল হক, প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, প্রকৌশলী কামরুন নাহার, প্রকৌশলী বিকো রায়, প্রকৌশলী মোঃ আব্দুস সাত্তার, প্রকৌশলী পঙ্কজ কুমার বিশ্বাস, প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, প্রকৌশলী মোঃ আব্দুল হাই, প্রকৌশলী আল-আমিন শান শাহ ফেরদৌস, প্রকৌশলী মাহবুব উল আলম চৌধুরী, প্রকৌশলী মোঃ লুৎফর রহমান প্রমুখ।