শিরোনাম
◈ আইপিএল আয়োজনের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে আরব আমিরাত ◈ ভারত আসবে না বাংলাদেশ সফরে, হবে না এশিয়া কাপও ◈ এপ্রিলে  ১০১ কোটি ৩৮ লাখ টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বিজিবি ◈ ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস আলম ◈ জনআকাঙ্খা ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে আওয়ামী লীগের বিষয়ে সুচিন্তিত পদক্ষেপ নেয়ার আহ্বান জনতা পার্টি বাংলাদেশের ◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও)

প্রকাশিত : ০৯ মে, ২০২৫, ১১:৪৯ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ 

স্পোর্টস ডেস্ক: দে‌শের জন‌্য গ‌র্বের সংবাদ, বাংলা‌দে‌শের হ‌কির ই‌তিহা‌সে এবারই প্রথম, বলা যায় বাংলাদেশ হকির ইতিহাসে নতুন একটি অধ্যায় যুক্ত হতে যাচ্ছে। ভারতের তামিলনাড়ুতে আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপ। এই প্রতিযোগিতায় প্রথমবারের মতো অংশ নিচ্ছে বাংলাদেশ দল। একই সঙ্গে প্রথমবারের মতো কোনো হকি বিশ্বকাপে বাঁশি বাজাবেন বাংলাদেশের দুই আম্পায়ার সেলিম লাকি ও শাহবাজ আহমেদ। 

বিশ্ব হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি তৈয়ব ই ইকরাম এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই দুই বাংলাদেশিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের নির্বাচনের মধ্য দিয়ে হকি বিশ্বকাপে বাংলাদেশের উপস্থিতি শুধু দলীয় অংশগ্রহণেই সীমাবদ্ধ থাকল না, যোগ হলো আম্পায়ারিংয়েও।

২০১২ সাল থেকে আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ারিং করে আসছেন সেলিম লাকি। ইতিমধ্যে তিনি সুলতান আজলান শাহ কাপ, জার্মানির চার জাতি অনূর্ধ্ব-২১ টুর্নামেন্ট, দুটি এশিয়ান গেমস এবং তিনটি এশিয়া কাপসহ ৫০টির বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করেছেন। বিশ্বকাপে বাঁশি বাজানোর সুযোগ পেয়ে রোমাঞ্চিত সেলিম লাকি বলেন, যেকোনো পর্যায়ের বিশ্বকাপে এই প্রথম বাঁশি বাজানোর ডাক পেয়েছি। এর চেয়ে বড় আনন্দের কিছু হতে পারে না।

অন্যদিকে, শাহবাজ আহমেদ ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারিং করছেন। এখন পর্যন্ত ৩৭টি ম্যাচ পরিচালনা করেছেন তিনি। ২০২৩ সালের মার্চে ওমানে অনুষ্ঠিত এফআইএইচ নেশেনস কাপ ছিল তার ক্যারিয়ারের অন্যতম বড় আসর। এছাড়া গত ডিসেম্বরে ক্রোয়েশিয়ায় ইনডোর বিশ্বকাপে রিজার্ভ আম্পায়ার ছিলেন, যদিও শেষ পর্যন্ত মাঠে নামা হয়নি। এবার অবশ্য যুব বিশ্বকাপে মূল ১৬ জন আম্পায়ারের তালিকায় রয়েছেন তিনি।

শাহবাজ বলেন, বিশ্বকাপের মতো আসরে বাঁশি বাজানোর সুযোগ পাওয়া সহজ নয়। এটা আমাদের জন্য বড় এক চ্যালেঞ্জ। চেষ্টা করব ভালোভাবে দায়িত্ব পালন করতে। তিনি আরও বলেন, বাংলাদেশ দল বিশ্বকাপ কোয়ালিফাই করেছে বলে আমরা এই সুযোগ পাইনি। সবদিক বিবেচনায় বিশ্ব হকি ফেডারেশন আমাদের উপযুক্ত মনে করেছে। এটা গর্বের। তথ‌্যসূত্র, চ‌্যা‌নেল২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়