শিরোনাম
◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৫, ১০:৫২ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ক্রিকেট বিশ্বের ‘তিন মোড়ল’ আলোচনায় বসছে

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজের পর বেশ জোরালভাবেই উঠে এসেছে টেস্ট ক্রিকেটকে দুই ভাগে বিভক্ত করার আলোচনা। অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় একটি পত্রিকা জানিয়েছে, এ বিষয়ে চলতি মাসেই ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ক্রিকেট বিশ্বে ‘তিন মোড়ল’ হিসেবে পরিচিত ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

সোমবার দুটি সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানায়, চলতি মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সচিব ও আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহর সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান মাইক বাইর্ড ও ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান রিচার্ড টমসন দুই স্তরের টেস্ট কাঠামো নিয়ে আলোচনায় বসবেন।

সদ্য সমাপ্ত পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে মাঠে বসে বিপুল পরিমাণ দর্শক সমাগম এবং ঘরে বসে আরও অনেক দর্শক খেলা দেখায় টেস্টকে দুটি ভাগে বিভক্ত করার এই প্রস্তাবনা আরও জোরাল হয়েছে।

নতুন প্রস্তাবনায় প্রথম স্তরে সাতটি দল থাকতে পারে। এগুলো হলো – অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কা। দ্বিতীয় স্তরে থাকা বাকি পাঁচটি দল হলো – বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

তবে প্রস্তাবিত এ কাঠামোয় দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উন্নীত হওয়া এবং প্রথম স্তর থেকে দ্বিতীয় স্তরে অবনমিত হওয়ার নিয়ম রাখা হবে কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

এর আগে ২০১৬ সালে টেস্টকে দুই স্তরে ভাগ করার কথা উঠেছিল। কিন্তু সেবার বিসিসিআইসহ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও জিম্বাবুয়ে এই প্রস্তাবনার বিরোধিতা করায় তা আর আলোর মুখ দেখেনি। তথ্যসূত্র, অলআউট স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়