শিরোনাম
◈ ভারত-পাকিস্তান তৃতীয় দিনের মতো সংঘর্ষে জড়ালো, যুদ্ধাবস্থা সীমান্তজুড়ে ◈ 'আপ বাংলাদেশ' নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ◈ দেশে অনলাইন জুয়া সর্বগ্রাসী হয়ে উঠেছে: অনলাইনে জুয়া বন্ধে কঠোর হচ্ছে সরকার ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৫, ১০:৪৫ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রশিদের ৭ উইকেটে জিম্বাবুয়ের বিরুদ্ধে আফগানিস্তানের সিরিজ জয়

স্পোর্টস ডেস্ক : ম্যাচ জিততে হলে শেষ দিনে জিম্বাবুয়েকে করতে হতো ৭৩ রান। সেই তুলনায় সফরকারী আফগানিস্তানের কাজটা ছিল একেবারেই সহজ। স্বাগতিকদের দুই ব্যাটারকে ফেরাতে পারলেই ম্যাচ ও জয় সিরিজ জিতে নিতো হাশমতউল্লা শহীদিরা। সেটা করতে তারা সময় নিলেন মাত্র ১৫ বল। জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে ম্যাচ ও টেস্ট সিরিজ জিতে নিয়েছে আফগানিস্তান। - ক্রিকফ্রেঞ্জি

বুলাওয়েতে আগের দিনের ৮ উইকেটে ২০৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামেন ক্রেইগ আরভিন ও রিচার্ড এনগারাভা। দিনের চতুর্থ বলেই এনগারাভাকে ফেরাতে পারতেন রশিদ খান। ডানহাতি লেগ স্পিনারের বলে উড়িয়ে মারতে চেয়েছিলেন তিনি। ক্যাচ উঠলে কভার থেকে হাশমতউল্লাহ এবং ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে আসেন ফরিদ আহমদ। 

হাশমতউল্লাহ ক্যাচের জন্য কল করায় খুব বেশি এগিয়ে যাননি ফরিদ। তবে সুযোগ পেয়েও সেই ক্যাচ লুফে নিতে পারেননি আফগান অধিনায়ক। ফলে দিনের চতুর্থ বলেই জীবন পান এনাগারাভা। যদিও পরের ওভারেই ফিরতে হয় তাকে। ইয়ামিন আহমেদজাইয়ের বলে কভারে ঠেলে দিয়ে এক রান নিয়ে চেয়েছিলেন আরভিন। প্রথমে রান নেবেন কিনা এমন সংশয়ে ছিলেন তারা দুজন। 

পরবর্তীতে দুজনই যখন দৌড় দেন তখন সময় মতো স্ট্রাইক প্রান্তে পৌঁছাতে পারেননি এনগারাভা। আফগান অধিনায়ক হাশমতউল্লাহর থ্রোতে স্টাম্প ভাঙেন করেন আফসার জাজাই। ফলে দুজনের ভুল বোঝাবুঝিতে ২৩ বলে ৩ রান করে সাজঘরে ফিরতে হয় এনগারাভাকে। পরের ওভারে আরভিন নিজেই আউট হয়েছেন রশিদের বলে লেগ বিফোর উইকেট হয়ে। 

ডানহাতি লেগ স্পিনারকে সুইপ করার চেষ্টায় ছিলেন আরভিন। তবে বল খানিকটা নিচু হওয়ায় তা আঘাত হানে জিম্বাবুয়ের অধিনায়কের প্যাডে। আফগান ফিল্ডাররা আবেদন করতেই আউট দিয়ে দেন আম্পায়ার আহসান রাজা। এমন সময় ধারাভাষ্য কক্ষে বসে ‘এটা কীভাবে আউট?’ এমন প্রশ্ন তুলেছিলেন এড রেইন্সফোর্ড। যদিও টিভি রিপ্লেতে দেখা যায় ৫৩ রান করা আরভিনকে নিয়ে সঠিক সিদ্ধান্তই দিয়েছেন আম্পায়ার।

আরভিনকে ফিরিয়ে ২৭.৩ ওভারে মাত্র ৬৭ রান নিয়ে ৭ উইকেট তুলে নেন রশিদ। আফগানিস্তানের হয়ে এক ইনিংসে এটিই সেরা বোলিংয়ের কীর্তি। এর আগে ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ১৩৭ রানে ৭ উইকেট নিয়েছিলেন রশিদ। বুলাওয়েতে এমন বোলিংয়ে ম্যাচসেরা হয়েছেন রশিদ। আর পুরো সিরিজে ব্যাটিংয়ে আলো ছড়িয়ে সিরিজসেরা রহমত শাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়