শিরোনাম
◈ বাংলাদেশিদের জন্য কেন সীমিত হয়ে আসছে কয়েকটি দেশের ভিসা? ◈ শেখ হাসিনা-কামাল ও মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত শেষ, আজ প্রতিবেদন ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ: নিবন্ধন ও জামায়াতের বিচার নিয়ে প্রশ্ন ◈ দিন-দিন বজ্রপাতে মৃত্যুর হার বাড়ছে, সমাধান কী? ◈ পাকিস্তান-ভারত সংঘর্ষের মূল্য ৫০০ বিলিয়ন ডলার! ◈ শ্বাসরুদ্ধকর ম্যাচে রিয়াল মাদ্রিদ‌কে হা‌রি‌য়ে শিরোপা জ‌য়ের দ্বারপ্রা‌ন্তে বা‌র্সেলোনা ◈ দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে যা বললেন জামায়াতের আমির ◈ বজ্রপাত ও ঝড়ে সারাদেশে একদিনে ১৪ জনের মৃত্যু ◈ লোকসানে ধুঁকছে পুঁজিবাজার, বন্ধ ৩০ হাজার অ্যাকাউন্ট, নিষ্ক্রিয় ৫৭ হাজার বিনিয়োগকারী!

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৫, ০৬:৩০ বিকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ লিগে পয়েন্ট হারালো চেলসি ও আর্সেনাল

স্পোর্টস ডেস্ক : মোহম্মদ সালাহ’র লিভারপুল এখনো ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার লড়াইয়ে অনেক এগিয়ে। প্রতিযোগিতায় থাকা অন্য দলগুলোর জন্য এখন পয়েন্ট হারানো মানে শিরোপার দৌড়  থেথকে আরও পিছিয়ে পড়া। শনিবার ( ৪ জানুয়ারি) রাতে একই দিনে এমন পরিস্থিতিতে পড়েছে চেলসি ও আর্সেনাল। দুদলই তাদের ম্যাচে ১-১ গোলে ড্র করে মূল্যবান পয়েন্ট খুঁইয়েছে।

চেলসি-ক্রিস্টাল প্যালেস ড্র: অ্যাওয়ে ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে চেলসি ১-১ গোলে ড্র করে। ম্যাচের ১৪তম মিনিটে কোল পালমারের গোলে এগিয়ে যায় ব্লুজরা। তবে ৮২ মিনিটে জ্যাঁ ফিলিপ মাতেতার গোল চেলসির লিড কেড়ে নেয়। এরপর আর কোনো দল গোল করতে না পারায় ম্যাচটি ড্রয়ে শেষ হয়। এই ড্রয়ের ফলে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট হারায় চেলসি।

আর্সেনাল - ব্রাইটন ড্র: অন্যদিকে, ব্রাইটনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচেও একই চিত্র দেখা গেছে। আর্সেনাল ১৬তম মিনিটে ইথান এনওয়ারির দুর্দান্ত গোলের মাধ্যমে লিড নেয়। তবে ৬১তম মিনিটে আর্সেনালের ডিফেন্ডার উইলিয়াম সালিবার ফাউলের কারণে ব্রাইটন পেনাল্টি পায়। স্পট কিক থেকে গোল করেন হুয়াও পেদ্রো, যা ব্রাইটনকে সমতায় ফেরায়। এরপর ব্রাইটনের সমর্থকরা এই সমতাকেই জয়ের মতো উদযাপন করেন।

ড্রয়ের ফলে ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে আছে আর্সেনাল। শীর্ষে থাকা লিভারপুলের সংগ্রহ ৪৫ পয়েন্ট, আর তারা খেলেছে ১৮ ম্যাচ। চেলসি ২০ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।

চেলসি ও আর্সেনাল এর এই প্রয়ের ফলে লিভারপুলের শিরোপা দৌড়ে অবস্থান আরও সদৃঢ় হলো, আর চেলসি ও আর্সেনাল পিছিয়ে পড়লো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়