শিরোনাম
◈ ‘নারীর দিকে তাকানোর ঘটনা নিয়ে’ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ইউএনও-ওসিসহ আহত ২০ ◈ এআই দক্ষতায় পিছিয়ে বাংলাদেশ, সুযোগকে কাজে লাগাতে পারছে না ◈ পুঁজিবাজারে এক মাসে ১৭ হাজার কোটি টাকা ‘হাওয়া’, বিএসইসির নিষ্ক্রিয়তায় ক্ষোভ ◈ আবেগঘন মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্তে ৯ মাসের শিশুপুত্রের সঙ্গে মায়ের বিচ্ছেদ ◈ অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত ◈ রেকর্ড দামের পর স্বর্ণের বড় দরপতন ◈ আ. লীগের এমপি-মন্ত্রীদের জন্য তৈরি হচ্ছে বিশেষ কারাগার! (ভিডিও) ◈ দেড় হাজার স্কুলকে বিশাল সুখবর দিল সরকার ◈ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ, ১২ জুন প্রথম ম্যাচ ◈ এবার ভারতে ব্লক করা হলো পা‌কিস্তানী ক্রীড়া‌বিদ আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৪, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৭ মার্চ, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হালান্ডের রেকর্ডের রাতে ম্যানসিটির জয়, জিতেছে ম্যানইউ, রিয়াল, চেলসি ও মিউনিখ

স্পোর্টস ডেস্ক: জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। সাউদাম্পটনকে হারিয়েছে ৩-০ গোলে। আর আর্লিং হালান্ডের জোড়া গোলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটি। তবে ঘরের মাঠে আপসেটের শিকার লিভারপুল। নটিংহ্যাম ফরেস্টের জয় ১-০ গোলে। কিন্তু জিতেছে চেলসি। বুন্দেসলিগায় প্রোমোটেড হোলস্টেইনকে গোল বন্যায় ভাসিয়েছে বায়ার্ন মিউনিখ। হ্যারি কেইনের হ্যাটট্রিকে ৬-১ গোলের জয় বাভারিয়ানদের। লা লিগায় ২-০ গোলে সোসিয়েদাদকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। 

আর্লিং হালান্ড আর ম্যানচেস্টার সিটি। এক সুতোয় বাধা নাম দুটি। সিটিজেন জার্সিতে রেকর্ড ভাঙ্গা-গড়ার নেশায় নরওয়েজিয়ান তারকা। প্রিমিয়ার লিগ ইতিহাসে মৌসুমের প্রথম চার ম্যাচে সবচেয়ে বেশি নয় গোলের রেকর্ড এখন হালান্ডের। ৮ গোলে আগের রেকর্ড ছিল ওয়েন রুনির। চ্যানেল২৪

ম্যাচ শেষে ইতিহাদ হাসলেও, শুরুটা ছিল নড়বড়ে। প্রথম মিনিটেই স্তব্ধ স্বাগতিক দর্শকরা। কিছু বুঝে ওঠার আগেই সিটির জালে বল। ব্রেন্টফোর্ড উইঙ্গার ইয়োয়ানে উইসা এগিয়ে দেন দলকে।

পিছিয়ে পড়ে ঘুরে দাড়ায় ম্যানচেষ্টার সিটি। টানা দুই হ্যাটট্রিকের পর জোড়া গোলে আলো ছড়ান হালান্ড। চ্যাম্পিয়নদের হয়ে ১০৩ ম্যাচে করেছেন ৯৯। সেঞ্চুরির জন্য অপেক্ষা বাড়লেও, সেটা পরের ম্যাচেই পূর্ণ করতে চান ২৪ বছরের হালান্ড। চার ম্যাচে শতভাগ জয়ে, সবার ওপরে পেপ গার্দিওয়ালা শীষ্যরা।

আরেক ম্যাচে মৌসুমে প্রথম হারে লজ্জার রেকর্ড লিভারপুলের। ৫৫ বছর পর অ্যানফিল্ডে, নটিংহ্যাম ফরেস্টের কাছে ধরাশায়ী অলরেডস। নটিংহ্যামের প্রথম জয়ের নায়ক ক্যালাম হাডসন-ওডোই। ম্যাচের দ্বিতীয়ার্ধে পাল্টা আক্রমণে দুর্দান্ত ফিনিশিং। আর্নে স্লটের অধীনে প্রথমবার গোল কনসিড করলো লিভারপুল। গোলের সুযোগ নষ্ট করেছেন লুইস দিয়াস, মোহাম্মদ সালাহরা। প্রায়৭০ শতাংশ বল দখলে রাখা লিভারপুল গোলের জন্য শট নিয়েছিল ১৪টি।

অন্যদিকে লা লিগায় রিয়াল সোসিয়েদাদ ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে কঠিন চ্যালেঞ্জ জানালেও শেষ হাসি লস ব্লাঙ্কোদের। পয়েন্ট টেবিলে আবারও দুই নম্বরে উঠে এলো কার্লো আনচেলত্তি শীষ্যরা।

শুরুতেই চ্যাম্পিয়নদের রক্ষণে ভয় ধরায় সোসিয়েদাদ। তবে থিবো কোর্তোয়ায় এ যাত্রায় রক্ষা মিলে। এরপর আবারও দুর্ভাগ্য স্বাগতিকদের। শেরালদো বেকারের শট বাধা হয় ক্রসবার।

দ্বিতীয়ার্ধে সাফল্য আসে মাদ্রিদের। আর্দা গুলের শট সোসিয়েদাদ ডিফেন্ডার গোমেসের হাতে লাগলে। পেনাল্টি পায় লস ব্লাঙ্কোস। সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ভিনিসিয়ুস জুনিয়র। মৌসুমে ৬ ম্যাচে ২ গোলই পেনাল্টি থেকে।
ব্যবধান বাড়ান কিলিয়ান এমবাপ্পে। এবার ভিনি বক্সে ফাউলের শিকার হলে ভিএআরে পেনাল্টি দেন রেফারি। ফরাসী তারকাকে পেনাল্টি নিতে বল তুলে দেন ভিনিসিয়ুস জুনিয়র। উদযাপনে সঙ্গী হয়েছেন এমবাপ্পের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়