স্পোর্টস ডেস্ক : বেশ কয়েকদিন ধরেই পহেলগাঁও জঙ্গিহানার প্রভাব ক্রীড়াক্ষেত্রে পড়েছে। পাকিস্তানের একাধিক ইউ টিউব চ্যানেল ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে। এক কথায়, ডিজিটাল স্ট্রাইকে গিয়েছে ভারত সরকার। এবার পাকিস্তানি ক্রীড়াবিদদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হল। -- আজকাল
অলিম্পিকে সোনাজয়ী পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার আরশাদ নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্লক করা হল। অর্থাৎ, ভারতে দেখা যাবে না তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। নাদিমের ইনস্টাগ্রাম পেজ খোলার চেষ্টা করলে দেখাচ্ছে, 'অ্যাকাউন্ট ভারতে দেখা যাবে না। আইনি নির্দেশ মেনে কন্টেন্টের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
২২ এপ্রিল পহেলগাঁও জঙ্গিহানায় ২৬ জন ভারতীয় পর্যটক প্রাণ হারায়। তারপর থেকেই পাকিস্তানের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করার উদ্যোগ নেয় ভারত সরকার। সপ্তাহের শুরুতে পাকিস্তানের একাধিক ইউ টিউব চ্যানেল বন্ধ করা হয়। তারমধ্যে অনেক চ্যানেলে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছিল। শোয়েব আখতার, বসিত আলি এবং শহিদ আফ্রিদির ইউ টিউব চ্যানেল ভারতে বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে তাঁদের ইউ টিউব চ্যানেল আর খোলা না গেলেও, ইনস্টাগ্রাম পেজ খোলা যাচ্ছে। বর্তমান পাকিস্তান দলের ক্রিকেটার, যেমন বাবর আজম, মহম্মদ রিজওয়ান এবং শাহিন আফ্রিদির ইনস্টাগ্রামও ভারতে চালু আছে। কিন্তু বন্ধ করা হল নাদিমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এছাড়াও পাকিস্তানের সেলিব্রিটি মাহিরা খান, আলি জাফরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে ব্লক করা হয়েছে।
প্রসঙ্গত, ২৪ মে বেঙ্গালুরুতে একটি ইভেন্টে যোগ দিতে নাদিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন নীরজ চোপড়া। কিন্তু আমন্ত্রণ খারিজ করে দেন পাকিস্তানের জ্যাভলিন থ্রোয়ার।