শিরোনাম
◈ পিটার হাসের কৌশলগত ভূমিকা, এলএনজি নিয়ে নতুন সম্ভাবনার পথে বাংলাদেশ ◈ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সীমানা পুনঃনির্ধারণ, যা বললেন রুমিন ফারহানা ◈ সর্বজনীন পেনশন স্কিমে ঋণ সুবিধা চালু, শর্ত সাপেক্ষে মিলবে ৫০% পর্যন্ত ◈ মালয়েশিয়ায় ৭৮৭৩ জন কর্মী প্রেরণের বিজ্ঞপ্তি প্রকাশ, আছে যত শর্ত ◈ হোটেলে গোপন সুড়ঙ্গ, ১৪ তরুণ-তরুণী ধরা ◈ আদালতের রায়ের আগেই গোপনে দেশ ছাড়লেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ◈ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলাদেশে কখন, কোথায় দেখা যাবে ◈ পরিবর্তন আনা হয়েছে যে ৪৬ আসনের সীমানায় ◈ টেলিকম খাতে চার ধরনের লাইসেন্সে নতুন নীতিমালা অনুমোদন, সুলভে মানসম্মত সেবা নিশ্চিতের প্রত্যাশা ◈ ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক: ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৫, ০৭:০৫ বিকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে দু-একটি দল : জামায়াতে ইসলামী

মনিরুল ইসলাম: আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকেও (জাপা) নিষিদ্ধ চায় জামায়াতে ইসলামী।পাশাপাশি জুলাই সনদের অধীনে নির্বাচন চায় জামায়াত।

রোববার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

বৈঠক শেষে জাতীয় পার্টির নিষিদ্ধের বিষয়ে আলোচনা হয়েছে কিনা জামায়াতে ইসলামীর নায়েবে সৈয়দ আব্দুল্লাহ তাহেরের কাছে জানতে চান সাংবাদিকরা।

প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর ছিলো। আওয়ামী লীগের ব্যাপারে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একই ধরনের সিদ্ধান্ত জাতীয় পার্টির ব্যাপারেও নেওয়া যেতে পারে— এ কথা আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি আমরা।

আব্দুল্লাহ মো. তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে বাধা দিচ্ছে দু-একটি দল। এই সনদের অধীনেরই নির্বাচন চায় জামায়াত। রোজার আগে নির্বাচন হলে জামায়াতের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না ।

এর আগে বিকাল সোয়া ৪টায় দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বাসভবন যমুনায় যান।

প্রতিনিধিদলে ছিলেন-সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়