শিরোনাম
◈ স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত ◈ ২০২৬ সালে যেদিন শুরু হতে পারে রমজান মাস ◈ ফের কলিং ভিসার কোটা খুলছে মালয়েশিয়া ◈ বাংলাদেশে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী: চার সমঝোতা স্মারকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পথে ◈ নির্বাচন নিয়ে কারও কারও বক্তব্য জনমনে জিজ্ঞাসার জন্ম দিয়েছে: তারেক রহমান ◈ টাঙ্গাইলে সদ্য নিয়োগপ্রাপ্ত জিপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিক্ষুব্ধ আইনজীবীরা ◈ নোয়াখালীতে প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষিকার আপত্তিকর ভিডিও ফাঁস ◈ কুমিল্লায় শিশুশ্রমের তদন্তে গিয়ে শ্রম পরিদর্শক অবরুদ্ধ, ফ্রি খাবারের অভিযোগে দ্বন্দ্ব ◈ ফরিদপুরে হাসপাতালের জলাবদ্ধতা নিরসনে সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ ◈ দীর্ঘ ২২ বছর পর হোসেনপুরে বিএনপির সম্মেলন, হট্টগোলের কারণে কমিটি স্থগিত

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫, ০৭:০৩ বিকাল
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০১:০২ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেব না: দেশে ফিরে মির্জা ফখরুল

মনিরুল ইসলাম: পিআর পদ্ধতিতে এদেশের মানুষ অভ্যস্ত না, এটা গ্রহণযোগ্যও না— তাই বিএনপি পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

চিকিৎসা শেষে দেশে ফিরে মঙ্গলবার (২০ আগস্ট) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে গত ১৩ আগস্ট চোখের অপারেশন পরবর্তী ফলোআপের জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন থাই এয়ারওয়েজের একটি বিমানে ঢাকা ছাড়েন এই দম্পতি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা পরিষ্কার করেই বলেছি— পিআর পদ্ধতি কোনোভাবেই মেনে নেব না। কারণ পিআর পদ্ধতিতে এদেশের মানুষ অভ্যস্ত না; তারা বুঝেও না, ঠিকমতো জানেও না।

তিনি বলেন, কতদিন চেষ্টা করে ইভিএম বাদ দিতে হয়েছে। পিআর পদ্ধতিতে আমরা অভ্যস্ত না কোনোদিন। এটা প্রশ্নই উঠতে পারে না।

বিএনপি মহাসচিব বলেন, আমার সরাসরি যে গণতান্ত্রিক অধিকার সে অধিকার তো বুঝে নিতে হয়। পিআর পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটার পুরোপুরি প্রয়োগ হবে না। সে জানেও না, ‍বুঝবেও কাকে ভোট দিচ্ছে। সুতরাং এটা গ্রহণযোগ্য না। 

সংস্কার নিয়ে তিনি বলেন, সেগুলো তাদের ব্যাপার। বাংলাদেশে বর্তমানে যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট আছে, সেখান থেকে উদ্ধারের একমাত্র পথ হচ্ছে নির্বাচন। এবং সেটা একটা অবাধ, সুষ্ঠু নির্বাচন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, একটা সুষ্ঠু ছাত্র সংসদ নির্বাচন সবার কাম্য। তবে এটা ছাত্রদের ব্যাপার, তারাই ভালো বুঝবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়