শিরোনাম
◈ স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত ◈ ২০২৬ সালে যেদিন শুরু হতে পারে রমজান মাস ◈ ফের কলিং ভিসার কোটা খুলছে মালয়েশিয়া ◈ বাংলাদেশে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী: চার সমঝোতা স্মারকে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারের পথে ◈ নির্বাচন নিয়ে কারও কারও বক্তব্য জনমনে জিজ্ঞাসার জন্ম দিয়েছে: তারেক রহমান ◈ টাঙ্গাইলে সদ্য নিয়োগপ্রাপ্ত জিপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিক্ষুব্ধ আইনজীবীরা ◈ নোয়াখালীতে প্রধান শিক্ষকের সাথে সহকারী শিক্ষিকার আপত্তিকর ভিডিও ফাঁস ◈ কুমিল্লায় শিশুশ্রমের তদন্তে গিয়ে শ্রম পরিদর্শক অবরুদ্ধ, ফ্রি খাবারের অভিযোগে দ্বন্দ্ব ◈ ফরিদপুরে হাসপাতালের জলাবদ্ধতা নিরসনে সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ ◈ দীর্ঘ ২২ বছর পর হোসেনপুরে বিএনপির সম্মেলন, হট্টগোলের কারণে কমিটি স্থগিত

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৫, ১০:১০ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এলাকার বাইরে উচ্চমূল্যে সার বিক্রি: ঝিনাইদহে ডিলারের ৩০ হাজার টাকা জরিমানা

ফিরোজ আহমেদ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে নির্দিষ্ট এলাকার বাইরে সরকারি সার উচ্চমূল্যে বিক্রির অভিযোগে বিসিআইসি সারের ডিলার রিফাত এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মাহাবুবুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, রিফাত এন্টারপ্রাইজ বিসিআইসি সারের একটি অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান। নিয়ম অনুযায়ী তারা কেবল উপজেলার ৭নং রায়গ্রাম ইউনিয়নের সাব-ডিলার ও কৃষকদের কাছে সরকারি ন্যায্যমূল্যে সার বিক্রি করতে পারবেন। কিন্তু সংশ্লিষ্ট ডিলার নির্ধারিত ইউনিয়নে সার বিক্রি না করে পার্শ্ববর্তী ঝিনাইদহ সদর উপজেলার তেতুলতলা বাজারে আমিরুল নামক এক ব্যক্তির কাছে উচ্চমূল্যে বিক্রি করছিলেন।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে শ্যালো ইঞ্জিনচালিত আঞ্চলিক যান (নসিমন) দিয়ে ৩০ বস্তা ইউরিয়া ও পটাশ সার পরিবহনের সময় তিনি ধরা পড়েন।

সার পরিবহনকারী নসিমনের চালক টিটন হোসেন জানান, মাহাবুবুর রহমানের নির্দেশে বলিদাপাড়া ও মল্লিকনগর এলাকার দুটি গুদাম থেকে ২০ বস্তা ইউরিয়া ও ১০ বস্তা পটাশ সার নিয়ে তেতুলতলা বাজারের আমিরুলের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন।

ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসন জরুরি অভিযান পরিচালনা করে। পরে মঙ্গলবার বিকেল ৩টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত বসে। এসময় অভিযুক্ত ডিলারের কাছ থেকে ভবিষ্যতে নির্দিষ্ট এলাকার বাইরে সার বিক্রি না করার মুচলেকা নেওয়া হয়।

কালীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা ইমদাদুল হাসান বলেন, "কোনো ইউনিয়নের ডিলার তার নিজ এলাকার বাইরে, এমনকি পাশের ইউনিয়নেও সার বিক্রি করতে পারবেন না। অন্য উপজেলায় সার বিক্রির তো প্রশ্নই আসে না।" তিনি জানান, অভিযোগের ভিত্তিতে সারের ডিলার মাহাবুবুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিক্রীত সার ফেরত আনা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম বলেন, "সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী সংশ্লিষ্ট ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে নির্দিষ্ট এলাকার বাইরে সার বিক্রি না করার মুচলেকা নেওয়া হয়েছে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়