ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : দীর্ঘ ২২ বছর পরেও হট্টগোল, বিশৃঙ্খলা, পাল্টাপাল্টি স্লোগানের কারণে কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা বিএনপির সম্মেলন শেষ করতে পারেননি আয়োজকরা। ফলে উপজেলা কমিটিও ঘোষণা করেনি জেলা কমিটি।
দুই পক্ষের উত্তেজনার কারণে সম্মেলনের প্রথম অধিবেশন কোনোরকমভাবে শেষ হলেও দ্বিতীয় অধিবেশন স্থগিত করা হয়েছে। তবে নেতাদের হস্তক্ষেপে এই উত্তেজনা সংঘাতে রূপ নেয়নি।
মঙ্গলবার (১৯ আগস্ট) জেলার হোসেনপুর উপজেলা বিএনপির সম্মেলন আয়োজন করে আহ্বায়ক কমিটি। দুপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম।
সম্মেলন উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। এতে সভাপতিত্ব করেন হোসেনপুর উপজেলা বিএনপির আহ্ববায়ক জহিরুল ইসলাম মবিন।
সম্মেলন ঘিরে ব্যাপক হট্টগোলের কারণে প্রথম অধিবেশন তড়িঘড়ি করে শেষ করা হয়। বিশৃঙ্খলা ও উত্তেজনাকর পরিস্থিতির কারণে দ্বিতীয় অধিবেশন স্থগিত করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জানিয়েছেন, পরে সুবিধাজনক সময়ে দ্বিতীয় অধিবেশনটি অনুষ্ঠিত হবে। বর্তমান আহ্বায়ক কমিটি দায়িত্ব চালিয়ে যাবে।
বিরোধপূর্ণ পরিস্থিতির কারণে দীর্ঘ ২২ বছর পর সম্মেলন আয়োজন করেও তা সম্পন্ন করতে পারেনি দলটি। হোসেনপুরে সর্বশেষ ২০০৩ সালে বিএনপির সম্মেলন হয়েছিল।