এল আর বাদল : ঢাকার মিটফোর্ড এলাকায় একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে সমালোচনার পাশাপাশি বিএনপি ব্যাপক সমালোচনার মুখে পড়েছে ইসলামপন্থি কিছু দল ও জুলাই আন্দোলনের ছাত্র নেতৃত্বের দল এনসিপির।
এমনকি বিএনপির একসময়ের ঘনিষ্ঠ মিত্র হিসাবে পরিচিত জামায়াতে ইসলামীও বিএনপির বিরুদ্ধে সমালোচনার মাঠে রয়েছে। ----- সূত্র, বিবিসি বাংলা
এসব সমালোচনার অনেকটাই করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানকে কেন্দ্র করে। এমন প্রেক্ষাপটে রাজনীতিতে বিএনপি অনেকটা কোনঠাসা হয়ে পড়ছে বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন।
তারা বলছেন, চাঁদাবাজি, খুন, দখলের মতো কর্মকাণ্ডের ব্যাপারে বিএনপির বিরুদ্ধে অভিযোগ অব্যাহত ছিল। কিন্তু সম্প্রতি নানা বিতর্কিত বা অপরাধমূলক ঘটনায় বিএনপির নেতা-কর্মীদের নাম আসায় দলটি বড় ধরনের ভাবমূর্তি সংকট তৈরি হয়েছে।
এরই মধ্যে মিটফোর্ড এলাকার হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপি বেকায়দায় পড়েছে; প্রশ্নের মুখে পড়েছেন তারেক রহমান।
যদিও বিএনপির নেতারা পাল্টা অভিযোগ করে বলেছেন, 'পরিকল্পিতভাবে তাদের দল ও তারেক রহমানের চরিত্র হননের অপচেষ্টা' চালানো হচ্ছে। সবমিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।
এদিকে শুক্রবার ওই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই রাতেই বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ করে বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করে মিছিলের পর সামাজিক মাধ্যমে উভয় পক্ষ ব্যাপক প্রচার-পাল্টা প্রচারে জড়িয়ে পড়েছেন।
বিএনপি নেতারা দলটির শীর্ষ নেতা তারেক রহমানের বিরুদ্ধে এসব প্রচারণার জন্য কোনো দলের নাম উল্লেখ না করলেও তাদের কর্মী সমর্থকরা জামায়াত-শিবির ও এনসিপিকে দায়ী করছেন।
এমনকি দলটির সহযোগী সংগঠনগুলোর মিছিল সমাবেশ থেকে সরাসরি জামায়াত-শিবির ও এনসিপিকে নিয়ে শ্লোগান দেয়া হয়েছে আজ সোমবারও।
যদিও জামায়াতে ইসলামী বলেছে, এ ধরনের তৎপরতা তাদের দলের কেউ করছে না। আর এনসিপি বলছে "তারেক রহমান যেহেতু বিএনপির একক নেতা, সে কারণে দলের কর্মীদের কর্মকাণ্ডের দায় তাকেই নিতে হবে"।
প্রসঙ্গত, বুধবারের ওই ঘটনার ভিডিও ছড়িয়ে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিকে ব্যবসায়ী ও যুবদল কর্মী আখ্যায়িত করে এ ঘটনা জড়িত থাকার অভিযোগ ওঠায় পাঁচ জনকে বহিষ্কার করেছে বিএনপির সহযোগী সংগঠনগুলো।
এর আগে গত ৫ই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সারাদেশে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের বিভিন্ন অভিযোগ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে আসতে থাকে।
দলটি নিজেও অপরাধমূলক ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে অন্তত ৪ হাজার নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে বলে জানিয়েছে।
যদিও দলটির নেতা তারেক রহমান শনিবার ছাত্রদলের এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় 'সরকারই অন্যায়কারীদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে কি না', সেই প্রশ্ন তুলেছেন।
হত্যাকাণ্ডের জেরে ঘটনাপ্রবাহ -----
গত কয়েক মাস ধরেই দেশের বিভিন্ন স্থানে নানা অপরাধমূলক ঘটনায় বিএনপি নেতাকর্মীদের নাম জড়ানোর পর বিভিন্ন মহল থেকে সমালোচনা শোনা যাচ্ছিলো।
যদিও দলটির নেতারা অনেক ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নিয়ে আইনি ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন।
কিন্তু তারপরেও দলটি কেন তার কর্মীদের নিয়ন্ত্রণ করতে পারছে না সেটি বড় প্রশ্ন হয়ে এসেছে।
সবশেষ মিটফোর্ড হত্যাকাণ্ডের ভিডিও শুক্রবার সন্ধ্যা নাগাদ সামাজিক মাধ্যমে ভাইরাল হবার পর রাতেই বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের কয়েকটি জায়গায় কোথায় 'ছাত্র-জনতা' আবার কোথাও 'সাধারণ শিক্ষার্থী' পরিচয় দিয়ে প্রতিবাদ মিছিল বের হয়।
এসব মিছিল থেকে এক পর্যায়ে বিএনপির লন্ডনে থাকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে স্লোগানও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ তৈরি হয় বিএনপিতে। মি. রহমানকে নিয়ে 'কুরুচিপূর্ণ' স্লোগান দেয়া হয়েছে বলে এর প্রতিবাদ জানিয়েছেন দলটির নেতারা।
এসব মিছিলের যেসব ভিডিও সামাজিক মাধ্যমে এসেছে সেখানে 'আগের জুলাইয়ে লীগ তাড়াইছি...এবারে দল তাড়াবো', 'হাসিনা গেছে যে পথে, খালেদা যাবে সেই পথে', 'ঢাকা না লন্ডন.. ঢাকা ঢাকা' এবং 'চাঁদা তোলে পল্টনে... ভাগ যায় লন্ডনে'- এমন সব শ্লোগান শোনা গেছে।
এছাড়া নামে-বেনামে সামাজিক মাধ্যমে ফটোকার্ড দিয়ে লন্ডনে থাকা মি. রহমানের 'জীবনযাত্রার ব্যয় এবং আয়ের উৎস নিয়েও' নানা ধরনের প্রশ্ন তোলা হয়েছে।
বিএনপির কর্মীরাও তাদের ভাষায় এসব অপপ্রচারের জন্য জামায়াত ও এনসিপিকে দায়ী বা ইঙ্গিত করে পাল্টা প্রচারণা শুরু করে।
আবার জামায়াত গত কয়েকমাস ধরেই দেশজুড়ে চাঁদাবাজির জন্য বিএনপিকে ইঙ্গিত করে বক্তৃতা বিবৃতি দিয়ে আসছিলো। সেটিই গত কয়েকদিনে আরও জোরালো হতে দেখা গেছে সামাজিক মাধ্যমে।
যদিও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবিসি বাংলাকে বলেছেন, তাদের দলের কেউ অন্য কোনো দল বা দলের নেতাকে নিয়ে অশ্লীল কোনো শ্লোগান বা বক্তব্য দেয়নি।
"আমরা শুধু দেশজুড়ে চাঁদাবাজি, নিষ্ঠুরতাসহ যেসব অপকর্ম হচ্ছে তার প্রতিবাদ করছি রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে। মানুষ ভীতসন্ত্রস্ত্র হয়ে পড়েছে একটি গোষ্ঠীর তৎপরতায়। মানুষের কথাটাই আমরা বলছি শুধু," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।
বিএনপি কতটা বেকায়দায়?----
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডঃ মাহবুব উল্লাহ বলছেন, মিটফোর্ডের ঘটনার পর বিএনপি বিরোধী একটি ক্যাম্পেইন চলছে এবং এতে রাজনৈতিক সংকীর্ণতার বহিঃপ্রকাশ ঘটছে বলে মনে করেন তিনি।
"তবে এর কোনো পক্ষের সাথে যদি বাইরের ইন্ধন থাকে এবং সেটি যদি বিএনপিকে বেকায়দায় ফেলে রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের পরিকল্পনা থেকে হয়, তাহলে তা দেশকে অস্থিতিশীল করবে," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।
রাজনৈতিক অঙ্গনের দিকে নজর রাখেন এমন অনেকেই সামাজিক মাধ্যমে নানা ধরনের মত দিচ্ছেন। কেউ কেউ বলছেন, অপরাধমূলক ঘটনাগুলোর সুযোগ নিয়ে বিএনপিকে কোণঠাসা করাই কারও কারও লক্ষ্য হতে পারে বলে তারা মনে করেন।
মাহবুব উল্লাহ বলছেন, রাজনৈতিক সুবিধার জন্য এগুলো করা হলেও এসব কাজ গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।
দলগুলোর মধ্যে দূরত্ব বাড়াবে বা অস্থিতিশীলতা তৈরি হবে। বিএনপিকে কোণঠাসা করার জন্য এটি হতে পারে, যাতে দলটি আত্মরক্ষামূলক অবস্থায় যায়। এটা সফল হলে বিএনপির সমালোচকরা ফায়দা বেশি পাবে যা তারা স্বাভাবিক অবস্থায় পারবে না," বলছিলেন মাহবুব উল্লাহ।
কিন্তু তারা কারা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "সবাই সেটি জানে। তবে এটি কোনো রাষ্ট্রীয় সংস্থা হলে তা দেশের জন্য ভালো হবে না। তাই এগুলো না করে দেশকে স্বাভাবিক গতিতে চলতে দেয়া উচিত"।
আরেকজন বিশ্লেষক ও লেখক মহিউদ্দিন আহমেদ বলছেন, কিছু বিষয়ে বিএনপি কিছুটা 'আইসোলেটেড' হয়ে পড়েছে কিন্তু এটি আসলে নির্বাচনি রাজনীতি।
"আবার ভোটের মাঠে যারা সুবিধা করতে পারবেন না তারা অনেক সময় এগুলো করে। কিছু ক্ষেত্রে গোয়েন্দারাও এগুলো করায় মাঠ ঘোলা করার জন্য," বিবিসি বাংলাকে বলছিলেন তিনি।