শিরোনাম
◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম  ◈ গৌরনদীতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বদলি আদেশ ঘিরে অবরোধ দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩ ◈ ফ্যাসিস্টদের জায়গা এই বাংলার মাটিতে হবেনা: ঢাকা রেঞ্জ ডিআইজি ◈ ফরিদপুরে চায়না দুয়ারির ফাঁদে অস্তিত্ব-সংকটে দেশীয় প্রজাতির মাছ ◈ বিনা বিচারে ৩০ বছর কারাভোগের পর মুক্তি পেলেন কানু মিয়া ◈ সেনাপ্রধানের নির্দেশে সিএমএইচ-এ নিয়ে যাওয়া হলো গরম পানিতে ঝলসানো দরিদ্র নারীকে ◈ রোনালদোর আল নাস‌রের নতুন কোচ জর্জ জেসুস ◈ ‘জাতীয় সংস্কারক’ উপাধি পেতে ইচ্ছুক নন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ◈ সংখ্যালঘু সহিংসতা: অধিকাংশ ঘটনায় সাম্প্রদায়িক নয়, দাবি পুলিশের

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ০৩:৩৫ দুপুর
আপডেট : ১৫ জুলাই, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সড়‌কে অ‌বৈধ পা‌কিং ক‌রে যানজট সৃ‌ষ্টির অ‌ভি‌যো‌গে বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযানে ৯টি বাস জব্দ

কল‌্যাণ বড়ু্য়া, বাঁশখালী (চট্টগ্রাম)প্রতি‌নি‌ধিঃ চট্টগ্রা‌মের বাঁশখালীর একমাত্র প্রধান সড়কের এক পাশ দখল করে বাস পার্কিং করে যানজট সৃষ্টির অভিযোগে বাঁশখালীর পুঁইছড়ি এলাকা থেকে ৯টি সুপার বাস জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার (১৪ জুলাই) সন্ধ‌্যা ও  রাতে সেনাবাহিনীর বাঁশখালীতে দায়িত্বরত মেজর সা-আদাত এর নেতৃত্বে টিম সেনাবাহিনী এই অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ব‌লে সু‌ত্রে জানা যায়।

বাঁশখালী‌তে অবস্থানরত সেনাবাহিনী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ১৪ জুলাই সন্ধ্যা থে‌বে রাত পর্যন্ত  বাঁশখালী সেনাবাহিনী টহল দল কর্তৃক পুইছড়ি হতে ৯টি বাঁশখালী সুপার সার্ভিসের বাস জব্দ করা হয়। তারা জানায়, বাসগুলো রাস্তার উপরে সম্পূর্ণ একটি লেন দখল করে পার্কিং করে রাখা ছিল। যার ফলে তীব্র যানজট সৃষ্টি হয়।

এমনকি একজন গুরুতর অসুস্থ রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স ও যানজটে আটকা ছিল যা সেনাবাহিনী কর্তৃক ভিডিও চিত্রসহ এবং প্রত্যক্ষদর্শীসহ প্রমাণ রাখা হয়েছে। এর আ‌গেও উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনী কর্তৃক সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘনের ব্যাপারে সকলকে অবগত করা হলেও বহুবার এর ব্যত্যয় পরিলক্ষিত হওয়ায় এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ব‌লে জানা যায় ।

উ‌ল্লেখ‌্য বাঁশখালী‌তে কোন ধর‌নের পা‌কিং স্থান কিংবা টা‌র্মিনাল না থাকায় বাস ,সিএন‌জি আ‌টো‌রিক্সা গু‌লো যত্রছত্র পা‌কিং ক‌রে সড়‌কে যানজট সৃ‌ষ্টি ক‌রে । ফ‌লে চলাচল কা‌রি জনগ‌নের ভোগা‌ন্তিতে পড়‌তে হয় । বি‌শেষ ক‌রে পরীক্ষার্থী ও সাধারন যাত্রীরা ভোগা‌ন্তি‌তে প‌ড়ে । এছাড়া অ‌ধিকাংশ হাট বাজার গু‌লো  প্রধ‌ান সড়‌কের উপর হওয়া‌তে এবং দোকা‌নের মালামাল গু‌লো রাস্তার উপর সা‌জি‌য়ে রাখায় এ যানজট আ‌রো বে‌শি প্রকট আকার ধ‌ারন ক‌রে ব‌লে স্থানীয় জনগন দাবী ক‌রে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়