শিরোনাম
◈ দুই দানব ব্ল্যাক হোলের খোঁজ পেল বিজ্ঞানীরা, কী ঘটছে মহাবিশ্বে? (ভিডিও) ◈ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ২য় উচ্চতর গ্রেডে আইনি ছাড় ◈ বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া ◈ শান্তির হ্যাটট্রিক, ভুটানকে সহ‌জেই হারা‌লো বাংলাদেশের মে‌য়েরা ◈ মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ ◈ ১৬ই জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা ◈ রহস্যময় নাকামোতো এখন বিশ্বের ১২তম ধনী, বিটকয়েন সম্পদ ১২৮ বিলিয়ন ডলার ◈ শাহবাগ মোড় অবরোধ করলো স্বেচ্ছাসেবক দল ◈ বিএসবির খায়রুল বাশারকে আদালত প্রাঙ্গণে ডিম নিক্ষেপ, কিল-ঘুষি ◈ গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিলেন: ভোলায় নাহিদ ইসলাম 

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ০৮:১৪ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্যাসিস্টদের জায়গা এই বাংলার মাটিতে হবেনা: ঢাকা রেঞ্জ ডিআইজি

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, 'ফ্যাসিস্ট ও জঙ্গিবাদের সবকিছু উপড়ে ফেলতে  হবে, ফ্যাসিস্টদের জায়গা এই বাংলার মাটিতে হবেনা। নিষিদ্ধ সংগঠনের যারা রয়েছেন তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। তা-না হলে জুলাই  শহীদদের প্রতি অবমাননা করা হবে।'

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে  ফরিদপুর পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা ও জুলাই আন্দোলনের নিহতদের স্মরণে এক সভায় তিনি এসব কথা বলেন। 

পুলিশের ঢাকা বিভাগের এই শীর্ষ কর্মকর্তা আরো বলেন, 'পুলিশ বাহিনী  সদস্যদের কোন অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না। যদি কোন অপরাধ পরিলক্ষিত ‌ হয় তাহলে পুলিশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া ‌ হবে। কোনরকম অর্থনৈতিক অনিয়ম-দূর্নীতি এ ধরনের কোন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত হওয়া যাবেনা।'

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিলের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার সৈয়দ হাসানুল কবীর সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সভা শেষে জুলাই/২৪ খ্রিঃ শহীদ পরিবারদের খোঁজখবর নেন ডিআইজি। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে তাদের হাতে প্রীতি উপহার তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়