শিরোনাম
◈ মার্কিন পাল্টা শুল্ক: সংকট মোকাবিলায় বাংলাদেশের বহুমুখী তৎপরতা ◈ ১ ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুরে দুই খু.ন ◈ কোনো দলকে নিষিদ্ধ করা বা তার কার্যক্রম বন্ধ করে দেওয়া মানুষের মন থেকে তার উপস্থিতি মুছে ফেলে না: মাসুদ কামাল (ভিডিও) ◈ গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ গোপালগঞ্জে হামলার প্রতিবাদে এনসিপির সারা দেশে সমাবেশের ঘোষণা, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ◈ মে‌হেদীর ঘুর্ণীর পর তান‌জিদ ঝ‌ড়ে শ্রীলঙ্কার বিরু‌দ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ জিতলো বাংলাদেশ ◈ রাজধানীর আদাবরে ডিশ ব্যবসায়ীকে গুলি করে হত্যা ◈ এবার চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা ◈ জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ ◈ কুমিল্লায় নিজ ঘর থেকে নারী‌র রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২৫, ০৮:৫৪ রাত
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার অপরাধে ৭টি নৌকা জব্দ, উদ্ধার ২১০ কেজি কাঁকড়া

এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত  বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের নলিয়ান ও কাশিয়াবাদ স্টেশনের বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার অপরাধে ৭টি নৌকা জব্দ করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ২১০ কেজি অবৈধ কাঁকড়া ও কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম।

বন বিভাগের সূত্রে জানা গেছে, গত সোমবার (১৪ জুলাই) বিকালেদিনব্যাপী বিশেষ অভিযান চালায় নলিয়ান স্টেশনের বন রক্ষীরা। অভিযানে ৫টি নৌকা জব্দ করা হয়, যেগুলো দিয়ে সুন্দরবনের বিভিন্ন নদী-খালে অবৈধভাবে কাঁকড়া ও মাছ ধরা হচ্ছিল। অভিযানে নেতৃত্ব দেন নলিয়ান স্টেশন কর্মকর্তা মো. শমসের আলী।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শামীম রেজা মিটু বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।

এদিকে একই দিন কাশিয়াবাদ স্টেশনের জাবা নদীর মুড়ালীখাল এলাকায়ও অভিযান চালানো হয়। স্টেশন কর্মকর্তা মো. নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরও দুটি নৌকা জব্দ করা হয় এবং কাঁকড়া ধরার ফাঁদ ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা গহীন বনে পালিয়ে যায়। এ ঘটনায় বন আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়