এস.এম. সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে: দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাত বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের শেলারচর এলাকায় মঙ্গলবার দুপুরে অবৈধভাবে মাছ ধরার সময় বনরক্ষীরা দুইটি জেলে নৌকাসহ ৫ জেলেকে আটক করেছে। জব্দ করা হয়েছে মাছধরার জালসহ আনুসঙ্গিক মালামাল।
বনবিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে জেলেপল্লী দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্টার সুব্রত কুমার দাসের নেতৃত্বে দুবলা টহল ফাঁড়ি ও শেলারচর টহল ফাঁড়ির বনরক্ষীরা যৌথ ভাবে টহল কালে সুন্দরবনের শেলারচরের মানিকখালী খালে অবৈধভাবে দুটি নৌকার জেলেদের মাছ ধরতে দেখে। বনরক্ষীরা এগিয়ে গিয়ে পাঁচ জেলে সহ নৌকা দুটি আটক করে।
এসময় জব্দ করা হয় চারটি চর জাল ও আনুষঙ্গিক মালামাল। আটক জেলেরা হচ্ছে, মহসিন শেখ (২০), শহিদুল শেখ (২৮), তাহিদুল শেখ(২৬) আলী শেখ (২০) ও ফরহাদ শেখ (২৮)। এদের বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালি গ্রামে বলে বনরক্ষীরা জানান। এরা নিষিদ্ধ সময়ে অবৈধ ভাবে মাছ ধরার জন্য সুন্দরবনে গিয়েছিল। পরে আটক নৌকা ও জেলেদের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব বলেন, শেলারচরে অবৈধ ভাবে মাছ ধরার সময় আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।