অমর ডি কস্তা, নাটোর: নাটোর জেলার সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে গত ২৬ জুন হালিমা ও শাহনাজ নামের দুই নারীকে গরম পানি ও মরিচের গুড়া মিশ্রিত পানি ঢেলে ও মাথায় আঘাত করে আহত করে কিছু দুষ্কৃতিকারী। পরে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে । আহতদের মধ্যে একজনের অবস্থা তুলনামূলকভাবে ভালো থাকলেও, অন্যজনের অবস্থা আশংকাজনক। অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছিলো না।
বিষয়টি জানতে পেরে সেনাবাহিনী প্রধান এট নির্দেশ মোতাবেক বাংলাদেশ সেনাবাহিনী ওই নারীর উন্নত চিকিৎসার জন্য সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসার ব্যবস্থা করে। ১৫ জুলাই সকালে ওই নারীকে সেনাবাহিনীর একটি টীম সিএমএইচ এ নিয়ে যায় এবং সেখানে বিনামূল্যে চিকিৎসা শুরু করে।
উল্লেখ্য, গত ১৩ জুলাই সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল অভিযান পরিচালনা করে এ বর্বরোচিত ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে আটক করে থানা পুলিশের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরণ করে। আটককৃতরা হলেন, নাটোর সদর উপজেলার রামনগর গ্রামের সুলতান মিয়া ওরফে সুলতান ডাকাত, তার স্ত্রী আয়মনা বেগম ও ছেলে লালচান মিয়া, মোহনপুর গ্রামের সাইফুল ইসলাম ও তার স্ত্রী শীলা খাতুন এবং পন্ডিতগ্রামের শাকিদা বেগম।