শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দর ‘অর্থনীতির হৃদপিণ্ড’, নেপালের ভুটানের নেই, আমাদের হৃদপিণ্ড দিয়ে তাদেরও চলতে হবে: প্রধান উপদেষ্টা ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র ◈ সৌদি যুবরাজকে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা: ‘তুমি রাতে ঘুমাও কীভাবে?’ ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান ◈ ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি ◈ নিজ জেলা চট্টগ্রামে আজ প্রথম সফরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ◈ ভারতে মুসলিম বিদ্বেষ বন্ধের আহ্বান ওমানের গ্র্যান্ড মুফতির: 'অতীতের মুসলিম শাসকদের সহনশীলতা মনে রাখুন' ◈ বিভেদ কেবল গণহত্যাকারীদের শক্তিশালীই করবে না, বরং আমাদের সর্বনাশ ডেকে আনবে: সারজিস ◈ ই‌ডেন গা‌র্ডেন নয়, আইপিএল ফাইনাল আহমেদাবাদে! ◈ ফিফার কংগ্রেসে যে‌তে পার‌লেন না কিরন, বিমানবন্দর থে‌কে ফেরত পাঠা‌নো হ‌লো

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০২:১৪ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের বিরুদ্ধে ২০ হাজার টাকা চুরির মামলা ছাত্রদলের সাবেক সভাপতির

ঢাকার হাতিরঝিল থানায় চুরি ও মারধরের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ ১৪০জনকে আসামি করা হয়েছে। আসামিরা খোকনের কাছে থাকা ২০,০০০ টাকা চুরি করেছেন বলে উল্লেখ করেছেন তিনি।

মামলার বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করে ফজলুর রহমান খোকন বলেন,“গত বছর আসামিরা আমার ওপর হামলা করেছিল। আমি তাদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করেছি। তারা ওইদিন আমার ২০,০০০ টাকা চুরি করেছিল।”   

ঢাকার হাতিরঝিল থানায় করা মামলার এজাহারে বাদী বলেছেন, ২০২৩ সালের ২৮ নভেম্বর সন্ধ্যায় তিনি মগবাজার টিঅ্যান্ডটি কলোনি থেকে বাসায় ফিরছিলেন। তার সঙ্গে ছিলেন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাট ভুঁইয়া। নয়াটোলা তিন রাস্তার মোড়ে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের আটক করে। একটি বেকারিতে রেখে তাদের বেধড়ক পেটানো হয়। ওই সময় আসামিরা তার পকেটে থাকা ২০,০০০ টাকা চুরি করে। মামলায় নির্দেশদাতা থেকে শুরু করে চুরি ও মারধরে জড়িত হিসেবে ৭২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ৭০–৮০ জনকে আসামি করা হয়েছে।

আসামিদের মধ্যে রয়েছেন- ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তৈমুর রেজা খোকন, ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোক্তার সরদার, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ মিজানুর রহমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পিএস মনির হোসেন, ব্যক্তিগত সহকারী রেজোয়ানুল হক রোমান, কথিত পিএস মাসুদ হাওলাদার কোহিনুর, ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাঈদুর রহমান সাঈদ, ৩৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। উৎস: ঢাকা ট্রিবিউন বাংলা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়