শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ৬০০ ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিল ইরান ◈ ইসরাইলের বর্বরোচিত হামলায় নিহত আরও ৮১ ফিলিস্তিনি ◈ ভারতে মুসলিম বিদ্বেষ বন্ধের আহ্বান ওমানের গ্র্যান্ড মুফতির: 'অতীতের মুসলিম শাসকদের সহনশীলতা মনে রাখুন' ◈ বিভেদ কেবল গণহত্যাকারীদের শক্তিশালীই করবে না, বরং আমাদের সর্বনাশ ডেকে আনবে: সারজিস ◈ ই‌ডেন গা‌র্ডেন নয়, আইপিএল ফাইনাল আহমেদাবাদে! ◈ ফিফার কংগ্রেসে যে‌তে পার‌লেন না কিরন, বিমানবন্দর থে‌কে ফেরত পাঠা‌নো হ‌লো ◈ ব্রাজিলের নতুন কোচ আনচেলত্তি মা‌সে ১০ কো‌টি ৩০ লাখ টাকা বেতন পা‌বেন ◈ টাকা ফেরাতে আইন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সমন্বয়ে জোর দিচ্ছে সরকার ◈ দুর্বৃত্তের হামলায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাবি শিক্ষার্থী নিহত ◈ যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না জানিয়ে বিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৪ মে, ২০২৫, ১০:০৫ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ১১:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে মুসলিম বিদ্বেষ বন্ধের আহ্বান ওমানের গ্র্যান্ড মুফতির: 'অতীতের মুসলিম শাসকদের সহনশীলতা মনে রাখুন'

সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি পাকিস্তানকে ‘আগ্রাসীদের বিরুদ্ধে বিজয় অর্জনের’ জন্য অভিনন্দন জানান—যার মাধ্যমে স্পষ্টভাবে ভারতের দিকেই ইঙ্গিত করেন তিনি। 

ওমানের গ্র্যান্ড মুফতি শেখ আহমেদ বিন হামাদ আল-খালিলি সম্প্রতি ভারত সরকারের প্রতি মুসলিমদের প্রতি বিদ্বেষ পরিহারের আহ্বান জানিয়ে বলেন, ভারত যেন অতীতের মুসলিম শাসকদের দয়া ও সহানুভূতির কথা স্মরণ করে।

মঙ্গলবার (১৩ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মিডল ইস্ট আই।

মুফতি আরবিতে বলেন, ‘আমরা আশা করি পাকিস্তান দৃঢ়তা ও শক্তির সঙ্গে তাদের নিপীড়িত মুসলিম ভাইদের পাশে থাকবে, বিশেষ করে পবিত্র আল-আকসা ভূমিতে।’

তিনি আরও বলেন, ‘আমরা ভারতের সরকারকে আহ্বান জানাই যেন তারা মুসলিমদের বিরুদ্ধে তাদের শত্রুতার মনোভাব পরিহার করে এবং স্মরণ করে যে অতীতে ভারতের মুসলিম শাসকেরা জনগণকে—ধর্ম নির্বিশেষে—দয়া ও সহনশীলতায় শাসন করেছিলেন।’

উল্লেখ্য, ব্রিটিশ ঔপনিবেশিক যুগের পূর্বে ভারতের বিস্তীর্ণ অঞ্চল দীর্ঘ সময় মুসলিম শাসকদের অধীনে ছিল। বিশেষ করে মুঘল সাম্রাজ্য ১৬শ থেকে ১৮শ শতক পর্যন্ত উপমহাদেশের অধিকাংশ অঞ্চল শাসন করেছিল।

ইতিহাস ও ভূরাজনীতি: ওমান, গোয়াদর ও পাকিস্তান

ওমান সরকার গত শনিবার ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানায়। উভয় দেশের সঙ্গে ওমানের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক রয়েছে। একইসঙ্গে ওমান পাকিস্তানের সঙ্গে সামুদ্রিক সীমান্তও শেয়ার করে।

বলা দরকার, পাকিস্তানের বেলুচিস্তানে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরনগরী গোয়াদর  ১৭৮৪ থেকে ১৯৫৮ সাল পর্যন্ত প্রায় দুই শতক ওমানের অধীনে ছিল। ১৯৫৬ সালে নতুন স্বাধীন ভারতকে গোয়াদর বিক্রির প্রস্তাব দিয়েছিল ওমান, কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তা প্রত্যাখ্যান করেন। শেষ পর্যন্ত ১৯৫৮ সালে ওমান গোয়াদর পাকিস্তানকে বিক্রি করে।

সাম্প্রতিক সংঘাত ও পারিপার্শ্বিক প্রেক্ষাপট

২২ এপ্রিল, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ভারতীয় পর্যটকদের ওপর সন্দেহভাজন বিদ্রোহীদের এক নৃশংস হামলার পর ভারত-পাকিস্তান সংঘাত নতুন মাত্রা পায়। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে; তবে ইসলামাবাদ এতে সম্পৃক্ততা অস্বীকার করে।

৭ মে বুধবার সকালেই ভারত পাকিস্তানি ভূখণ্ডে একটি প্রাণঘাতী হামলা চালায়, যাতে ইসলামাবাদের দাবি অনুযায়ী অন্তত ৩৬ জন নিহত হন, যাদের মধ্যে সাধারণ মানুষও ছিলেন। পাল্টা হামলায় ভারত জানায়, পাকিস্তানের গোলাবর্ষণে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে অন্তত ১৬ জন নিহত হয়েছে।

প্রায় চার দিন ধরে চলা টানা গোলাবর্ষণ ও বিমান হামলার পর শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

কাশ্মীরকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে। ভারত অঞ্চলটিকে তার অবিচ্ছেদ্য অংশ দাবি করে, অন্যদিকে পাকিস্তান চায়—ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত দুই অংশে কাশ্মীরিদের স্ব-নির্ধারণের অধিকার নিশ্চিত করতে একটি গণভোট হোক।

ভারতে মুসলিমদের প্রতি আচরণ নিয়ে উদ্বেগ

গ্র্যান্ড মুফতির ‘শত্রুতা’ সংক্রান্ত মন্তব্য ভারতের হিন্দুত্ববাদী রাজনীতি ও সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার বহুল আলোচিত অভিযোগের প্রেক্ষিতে এসেছে। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে এবং তার শাসনামলে হিন্দু জাতীয়তাবাদের (হিন্দুত্ব) প্রভাব বেড়েছে বলে সমালোচকরা মনে করেন।

সমালোচকদের মতে, এই পরিস্থিতি ভারতে মুসলিম, শিখ ও খ্রিস্টান সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য ও সহিংসতা বৃদ্ধির পথ তৈরি করেছে।

ব্রিটিশ ফরেন অফিসের একটি ২০০২ সালের প্রতিবেদনে গুজরাট দাঙ্গার সময় রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সরাসরি দায়ী’ হিসেবে আখ্যা দেওয়া হয়, যেখানে ১,০০০-এর বেশি মুসলমান নিহত হন।

অনুবাদ: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়