জাতীয় ঐক্য বজায় রাখতে সেক্রিফাইসিং মেন্টালিটির গুরুত্ব তুলে ধরেছেন আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে আমাদের সবার মধ্যে ত্যাগের মানসিকতা জরুরি। বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আমরা ভুলে গেলে চলবে না- স্বাধীনতা অর্জনের চেয়ে তা রক্ষা করা অনেক বেশি কঠিন। শান্ত থাকুন এবং ঐক্যবদ্ধ থাকুন, কারণ আমাদের একত্রিত হওয়াতেই দেশের কল্যাণ নিহিত।
মিজানুর রহমান আজহরি আরও বলেন, এখন আমাদের সব বিতর্ক ও বিভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার সময়। এই ঐক্য আমাদের শক্তি, যা দেশের সামনে আসা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়ক হবে।