নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) : ছাতক উপজেলার পাইগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনা-কে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট।
প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনার দায়ের করা একটি রিটের শুনানি শেষে বুধবার ৩০ জুলাই হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি মোহাম্মদ হামিদুল রহমান সমন্বয়ে গাঠিত ডিভিশন বেঞ্চ আবেদনকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনা-কে বরখাস্তের আদেশের কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেন।
হাইকোর্টের আইনজীবী বিভূতি ভূষণ সরকার রিট আবেদনটি (নং১০৪৮১/২৫) হাইকোর্ট বেঞ্চে দাখিল করেন। হাইকোর্ট এ প্রেক্ষিতে বরখাস্তের আদেশ স্থগিতের নির্দেশ দিয়েছেন। এতে করে প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনা পাইগাঁও উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনে আর কোন বাঁধা নেই।
গত ২৭ জুলাই তারিখে তাঁকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করা হলে তিনি পর দিন হাইকোর্টে উক্ত আদেশের বিপক্ষে একটি রিট আবেদন করেন। এর আগে চলতি বছরের ৫ ফেব্রুয়ারী তারিখে প্রধান শিক্ষক মোহাম্মদ আবু হেনার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি সহ বিস্তর অভিযোগ এনে জাউয়া বাজার ইউনিয়নের লক্ষমসোম গ্রামের দীন মোহাম্মদ সাদিক ছাতক উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দেন।
এ অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিতে অত্রাফিসের একটি স্বারকে ১০ ফেব্রুয়ারী ছাতক উপজেলা নির্বাহী অফিসার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে চিঠি প্রদান করেন। তদন্ত ও আনুষঙ্গিক কার্যক্রম শেষে গত ২৭ জুলাই মোহাম্মদ আবু হেনা-কে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দ্বীপন কুমার তালুকদারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করা হয়।