আইরিন হক, বেনাপোল (যশোর) প্রতিনিধি : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুলের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০১ আগষ্ট ) বিকেলে শার্শা উপজেলা এবং বেনাপোল পৌর যুবদল,স্বেচ্ছাসবক ও ছাত্রদলের আয়োজনে বেনাপোল স্থলবন্দরের ভবারবেড় পূর্বপাড়া জামে মসজিদ চত্বরে এ দোয়া মাহফিল ও অনুষ্ঠিত হয়।
দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহবাহক ও উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ।
এসময় উপস্থিত ছিলেন, শার্শার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ,পৌর যুবদলের যুগ্মআহবাহক আশরাফুজ্জামান মির্জা, জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, সদস্য মফিজুর রহমান পিন্টু, সাইফুল ইসলাম আসাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবাহক শহিদুল ইসলাম শহীদ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্মআহবাহক তোফাজ্জেল হোসেন তুহিন, আতিজ্জামান সনি, সদস্য,মহাসিন আলীসহ যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবিন্দ।