শিরোনাম
◈ সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ গ্রেফতার ◈ ভারত সরকারের কড়া অবস্থানে বিপাকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতারা ◈ গভীর রাতে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসার সামনে নুরুল হক নুর লাইভে এসে যা বললেন ◈ অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাবে বাংলাদেশ: স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ মসজিদভিত্তিক শিক্ষা প্রকল্প: বকেয়া বেতন না পেলে সরব না, দুই ঘণ্টার আল্টিমেটাম ◈ ছয় শিল্প গ্রুপের সম্পদের সন্ধান আরব আমিরাতে: অর্থ ফেরাতে সরকারের জোরালো কূটনৈতিক ও আইনি পদক্ষেপ ◈ ইশরাকের শপথ দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা, আসিফ মাহমুদের পদত্যাগের স্লোগান ◈ “দায়িত্ব পালনে ন্যায়ের পথে, একাকীত্বেও অনড় শফিকুল আলম” ◈ যে প্রস্তাব দিতে গিয়ে বিপদে পড়েছিলেন ড. ইউনূস! (ভিডিও) ◈ বাংলাদেশকে এড়িয়ে উত্তর-পূর্ব ভারতের বিকল্প সংযোগে মিয়ানমার-মহাসড়ক পথ বেছে নিচ্ছে ভারত

প্রকাশিত : ১৭ মে, ২০২৫, ১২:৫৮ দুপুর
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“দায়িত্ব পালনে ন্যায়ের পথে, একাকীত্বেও অনড় শফিকুল আলম”

প্রধান উপদেষ্টার প্রেস সচিবের পদ ছাড়ার পর ভবিষ্যতে একেবারে একা হয়ে পড়বেন বলে শঙ্কা প্রকাশ করেছেন শফিকুল আলম।তবে তাতে তার কোনো আক্ষেপ নেই বলেই জানিয়েছেন তিনি। তার বিশ্বাস, নিজের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবেই পালন করছেন তিনি।

আজ শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান। 

পোস্টে শফিকুল আলম লিখেছেন,‘অনেক বছর আগে, শেখ হাসিনার স্বৈরশাসনের সময়, আমি প্রায়শই বিরোধী নেতাদের সম্পর্কে লিখতাম, যারা শাসনকে অমান্য করেছিলেন এবং আমাদের জাতির জন্য আশার আলো হিসেবে কাজ করেছিলেন।তাদের আত্মীয়স্বজনরা প্রায়শই সেই পোস্টগুলো শেয়ার করতেন এবং মাঝে মাঝে তারা আমাকে বার্তা পাঠাতেন, আমার লেখা এবং সাংবাদিকতার প্রশংসা করতেন।’

অন্তর্বর্তী সরকারে দায়িত্ব গ্রহণের পরের অবস্থা জানিয়ে প্রেস সচিব লিখেছেন, ‘এখন, অন্তর্বর্তী সরকারে একটি সংবেদনশীল ভূমিকা গ্রহণ করার পর, আমি লক্ষ্য করেছি এই ব্যক্তিদের মধ্যে কেউ কেউ আমাকে আনফ্রেন্ড করেছেন। আমি আর আগের মতো সেই ব্যক্তি নই। কারও কারও কাছে, আমি অহংকারী হয়ে উঠেছি - ভিন্নমতের প্রতি অসহিষ্ণু এক প্রেস কর্মকর্তা।’

তিনি লিখেছেন, ‘এই অবস্থায় আমি ভয় পাচ্ছি যে, আমি আমার সাংবাদিকতা ক্যারিয়ার জুড়ে তৈরি হওয়া অনেক ফেসবুক বন্ধুকে হারাতে পারি। আমার অনেক আত্মীয় ইতোমধ্যেই সম্পর্ক ছিন্ন করে ফেলেছেন। কারণ আমি তাদের অনুগ্রহ করি না। আমার স্ত্রী সতর্ক করে দিয়েছেন যে, যখন আমি এই পদ ছেড়ে দেব, তখন আমি নিজেকে একা দেখতে পাব।’

তিনি আরও লিখেছেন, ‘কিন্তু আমার আপত্তি নেই। আমাদের ইতিহাসের সবচেয়ে সহিংস কিছু ঘটনা নথিভুক্ত করার সময় আমি একেবারে একা ছিলাম। বিহারিদের অধিকারের পক্ষে কথা বলার সময় এবং তাদের সহ্য করা অবিচার তুলে ধরার সময় আমি মূলত একা ছিলাম। আমার জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমি ন্যায্যতা এবং ন্যায়বিচারের সঙ্গে কাজ করছি কিনা তা নিশ্চিত করা। আমি কি আমার নিয়োগকর্তাদের কার্যকরভাবে এবং ভালোভাবে রক্ষা করছি? এবং দ্বিতীয়ত, আমি কি এই প্রক্রিয়ায় কারো ক্ষতি করছি?’

নিজের জন্য চ্যালেঞ্জের কথা জানিয়ে শফিকুল আলম লিখেছেন, ‘ক্ষমতা এমনভাবে দুর্নীতিগ্রস্ত করে যা কেউ কল্পনাও করতে পারেন না বা উপলব্ধি করতে পারেন না। আব্বাসীয় আমলে সুফিরা সরকারি পদ এড়িয়ে চলতেন, অনিশ্চিত থাকতেন যে, তারা অক্ষত থাকতে পারবেন কিনা। ক্ষমতায় থাকা ব্যক্তির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিশ্চিত করা যে, তারা অন্যদের ক্ষতি করবেন না।’

পোস্টের শেষাংশে প্রেস সচিব লিখেছেন, ‘এখন পর্যন্ত, এটাই আমার প্রতিজ্ঞা। কয়েক মাস পরে, যখন আমি পদত্যাগ করব, তখন আমি গর্বের সঙ্গে পেছনে ফিরে তাকাতে পারব বলে আশা করি। কারণ, আমি জানি আমি এই দুটি লক্ষ্য অর্জন করেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়