শিরোনাম
◈ তিন দি‌নের সফ‌রে ভারতে আস‌ছেন মে‌সি, খেল‌তে পা‌রেন কোহলি-ধোনির সঙ্গে ক্রিকেট ◈ এশিয়া কাপের ভবিষ্যৎ আবার অনিশ্চিত! পি‌সি‌বি‌কে ৩৭০ কো‌টি টাকার ভয় দেখা‌চ্ছে সম্প্রচারকারী সংস্থা ◈ বাইডেন থেকে ট্রাম্প- মার্কিন প্রেসিডেন্টদের ডিমেনশিয়ার পুনরাবৃত্তির দৃশ্যকল্প ◈ সব‌চে‌য়ে কম বয়‌সে পদক জি‌তে রেকর্ড গড়‌লেন চী‌নের সাঁতারু ◈ অ্যাথলেটিক্স বিশ্ব চ্যাম্পিয়নশিপে মে‌য়ে‌দের ইভেন্টের জন্য জিন পরীক্ষা বাধ্যতামূলক ◈ বাংলাদেশে জঙ্গিবাদ ইস্যুতে বিতর্ক, কী বলছেন ইসলামপন্থিরা ◈ ২০ শতাংশ পাল্টা শুল্কের চাপ সামলাবে কে: যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্যনীতিতে বাংলাদেশের চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ ডলারের বিশ্বায়ন: যেভাবে একটি মুদ্রা বিশ্ব অর্থনীতিকে শাসন করছে ◈ ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি: চার্টার্ড ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে ফেরত আসছেন আরও ৩০ বাংলাদেশি ◈ যশোরের মনিরামপুরে ডাকাতির প্রস্তুতিকালে যুবদলের চার কর্মী গ্রেফতার

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ০৩:১৫ দুপুর
আপডেট : ২৭ জুলাই, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সারজিসের বিশাল গাড়িবহর নিয়ে যা বললেন পিনাকী ভট্টাচার্য

সম্প্রতি পঞ্চগড়ে সারজিস আলমের বিশাল গাড়িবহর নিয়ে আলোচনা হচ্ছে সবখানে। এবার সেই আলোচনার অংশ নিলেন বাংলাদেশি লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। 

বুধবার (২৬ মার্চ) নিজের ফেসবুক থেকে দেয়া এক স্ট্যাটাসে পিনাকী ভট্টাচার্য বলেন, রাজনীতিতে শো অফ গুরুত্বপূর্ণ। আপনি কী শো অফ করবেন সেটা দিয়ে ইমেজ তৈরি হবে, আপনি আসলে কাকে রিপ্রেজেন্ট করছেন রাজনীতিতে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ৯৫% মানুষের প্রাইভেট গাড়ি নাই। আমি যদি রাজনীতিতে গাড়ি শো অফ করি, তাহলে আমি সেই ৫% এর প্রতিনিধি। আমি সেই ৫% টপ মানুষের প্রতিনিধি হয়ে কোন রাজনীতি করবো? তাদের স্বার্থের রাজনীতি করবো, তার বাইরে না। হয়তো আমি দরিদ্র মানুষের কথা বলবো কিন্তু তাদের থেকে উঁচু অবস্থানে থেকে করুণা বা চ্যারিটি করে করবো।

পিনাকী বলেন, আমি যদি সত্যিকারের দরিদ্র মানুষের রাজনীতি করতে চাই তাহলে সেলিব্রেট করতে হবে তৃণমুলের জীবন। জুলাই বিপ্লবে গাড়িতে চড়া লোকেরা রাস্তায় প্রতিরোধ গড়ে তোলেনি। লড়াইকে অভিবাদন করেনি। লড়াইকে অভিবাদন করেছিলো এক রিকশাওয়ালা। রিকশায় দাঁড়িয়ে স্যালুট করেছিল। সারা দেশ আপ্লুত হয়েছিলো সেই ছবি দেখে।

তিনি আরও বলেন, আমি সারজিস হলে ওই রিকশাওয়ালাকে নিয়ে শো-ডাউন করতাম। উনাকে ওই স্যালুট দেয়া অবস্থায় রিকশায় দাড় করিয়ে আমি নিজে রিকশাটা চালাতাম। আহা কী কাব্যিক মহাপ্রবেশ হতো সারজিসের রাজনীতিতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়